Header Ads

বাংলাদেশকে নিয়ে সৌরভ গাঙ্গুলির এ-কেমন কথা!

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ১৫ই জুন বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। ভারত-বাংলাদেশ সেমিফাইনালের বল মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেল কথার লড়াই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটের ব্যবধানে জয় পাবার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।

ওই ফলাফলের প্রতিক্রিয়ায় দেশটির একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন, ভারতের পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। এই জয় ভারতের মনোবল ও আত্মবিশ্বাসকে আরো চাঙ্গা করে দেবে।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তুলনায় দুর্বল দল হলেও তারা দারুণ লড়াই করবে মন্তব্য করে সৌরভ গাঙ্গুলি বলেন, তাদের (বাংলাদেশ) ব্যাটিং লাইন-আপ ভালো। তারা স্পিন ভালো খেলতে পারে, এছাড়া তাদের বোলাররাও ভালো করছে। কিন্তু ভারতের মতো এমন বিধ্বংসী দলকে মোকাবেলা করার মতো শক্তিশালী দল বাংলাদেশ কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.