Header Ads

পিসির ইন্টারনেট মোবাইলে শেয়ার করুন

পিসির ইন্টারনেট মোবাইলে শেয়ার করুন

এবার পিসির ইন্টারনেট মোবাইলে শেয়ার করার জন্য যা করতে হবে-
১. পিসির নেট কানেকশন অন করুন। প্রথমেই উপরের ১ ও ২ নং ধাপ এবং নিচের ছবিগুলো অনুসরণ করুন।
২. পিসির ডানদিকে নিচে থাকা internet আইকনে ক্লিক করে Open Network And Sharing Center এ ক্লিক করুন।
৩. এবার Local area connection ক্লিক করে Properties এ ক্লিক করুন।
৪. তারপর উপরে ডানদিকে থাকা Sharing ট্যাব এ ক্লিক করে সেখানে থাকা বক্স গুলো চেক করুন (বক্সগুলোতে ক্লিক করে টিক দিন) এবং Ok চাপুন। এখন আপনার মোবাইলে ইন্টারনেট চালু হয়ে যাবে।

তবে প্রতিবার ইন্টারনেট শেয়ার এর ক্ষেত্রে আপনার উপরোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে। বি.দ্র. উপরের পদ্ধতিটি Android Jelly Bean v4.2.2 এবং Windows 7 এর মধ্যে করা হয়েছে। তবে অন্যান্য ভার্সনেও তা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে পদ্ধতি একই হলেও ইন্টারফেস ভিন্ন হবে। ধন্যবাদ!

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.