Header Ads

মোবাইলের ইন্টারনেট পিসিতে শেয়ার করুন

মোবাইলে ইন্টারনেট পিসিতে শেয়ার করুন

ইউএসবি পোর্টের সাহায্যে পিসি ও স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট শেয়ার করুন আজ আপনাদের সাথে শেয়ার করব USB Tethering অর্থাৎ পিসি ও আপনার এন্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে ইউএসবি পোর্টের সাহায্যে ইন্টারনেট শেয়ার করার উপায়। এর সাহায্যে আপনি WiFi না থাকলেও আপনার মোবাইলের ইন্টারনেট পিসিতে এবং আপনার পিসির ইন্টারনেট মোবাইলে শেয়ার করতে পারবেন। এটি করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুনঃ মোবাইলের ইন্টারনেট পিসিতে শেয়ার করার জন্য যা করতে হবে –
১. মোবাইল ইউএসবি পোর্টের সাহায্যে কানেক্ট করুন। এবার মোবাইলের Settings ওপেন করুন।
২. তারপর More > USB Internet > আপনার পিসির উইন্ডোজ অপারেটিং সিস্টেম অনুযায়ি (যেমনঃ উইন্ডোজ সেভেন) সিলেক্ট করে Ok এবং এরপর Done এ টাচ করুন। এবার মোবাইলের USB Internet লেখাটার পাশে একটি টিকচিহ্ন দেখতে পাবেন।
৩. এখন আপনার মোবাইলের Data Connection অন করুন। ব্যস এখন যদি আপনার Data/MB থাকে আপনার পিসিতে ইন্টারনেট চালু হয়ে যাবে।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.