Header Ads

নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়ার ম্যাচে যে দুই কারণে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন মুশফিক



স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়ার ম্যাচে দুই কারণে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন মুশফিকতামিমের ব্যাটে ছক্কা দিয়ে ইনিংসের শুরু।  রিয়াদের ব্যাটের চার দিয়ে শেষ।  ৫ উইকেটের জয়। ভেতরে ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম।

মুশফিক এদিন ৪৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া উইকেটের পেছনে ক্যাচ


নিয়েছেন একটি। আর ম্যাচ সেরা হন তিনি।

মুশফিকের চেয়ে তামিম (৬৫), সাব্বির (৬৫) বেশি রান করেও ম্যাচের সেরা খেলোয়াড় হতে পারেননি।  পরিস্থিতির বিবেচনায় মুশফিকের ইনিংসটি বেশি দামী ছিল।

এই জয়ের পর র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে গেছে বাংলাদেশ।  তাতে সরাসরি বিশ্বকাপে খেলার নিশ্চয়তা পাওয়া গেছে।

বাংলাদেশ টস জিতে আগে বল করে কিউইদের ২৭০ রানে আটকে ফেলে।  মোস্তাফিজ ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।  মাশরাফি ১০ ওভার বল করে ৫২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।  ৯ ওভারে ৪৭ রান খরচায় দুই উইকেট নাসিরেরও।  দুই উইকেট নিতে সাকিব খরচ করেছেন ৪১ রান।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.