Header Ads

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পূর্ন বাংলায়-পর্ব(১০)

ছবি বা মিডিয়া সংক্রান্ত সেটিংসঃ

"Discussion" এর পর আছে "Media" সেটিংস। এটা খুব সহজ। সাধারনত "Media" মেনু থেকে যথন কোন ছবি লাইব্রেরীতে যোগ করে তখন সেই সকল ছবিগুলির আকার আকৃতি বাই ডিফল্ট কেমন হবে সেগুলি এখান থেকে ঠিক করে দেয়া যায়। যেমন
width, height ফিল্ডগুলিতে দেয়া আকার অনুযায়ী ছবিগুলি সাইজ হয়ে আপলোড হবে। আর "Organize my uploads into month- and year-based folders" এটা টিক দেয়া থাকে এবং এটার কারনে ছবিগুলি মাস/বছর অনুযায়ী ফোল্ডার তৈরী করে সেখানে আপলোড হয়। যেমন আজ (২১ শে মার্চ ২০১৫) কোন ছবি আপলোড করলে ছবিটি আপলোড হবে "2015" নামের একটি ডিরেক্টরিতে এবং এর ভিতরে "21" নামের ফোল্ডারটিতে।

পারমালিংক সেটিংসঃ
আপনার সাইটের URL কেমন দেখাবে এটা এখানে ঠিক করে দেয়া যায়। বাই ডিফল্ট http://localhost/tutorial/?p=123 এরুপ URL থাকে। তবে চাইলে অন্যরকম করতে পারেন। নিচের ছবিতে অপশনগুলি দেখুন কি কি রুপে URL বানাতে পারেন
"Day and Name" রেডিও চেক দিলে URL এ পোস্টের টাইটেল (শিরোনাম) দেখাবে তবে এর আগে বছর/তারিখ/মাস থাকবে যেমন রেডিও বাটন বরাবর URL এর উদাহরনও দেয়া আছে। এটা একটু সার্চ ইন্জিন বান্ধব URL.
"Month and Name" দিলে শুধু বছর এবং মাস এরপর পোস্টের টাইটেল।
"Numeric" দিলে আইডি দিয়ে আর্টিকেল/পোস্ট/আর্কাইভ গুলি দেখাবে।
"Post name" দিলে সবচেয়ে সুন্দর দেখায়। শুধু পোস্টের টাইলে থাকবে URL এ এবং সবচেয়ে ভাল সার্চ ইন্জিন বান্ধব URL হবে।
"Custom Structure" থেকে URL নিজের মত করে ফরমেট করে নিতে পারেন। এজন্য বেশ কিছু অপশন/ট্যাগ আছে যেগুলি ফিল্ডে ব্যবহার করে URL চমৎকার করে নেয়া যায়। যেমন আমি যদি custom structure ফিল্ডে /%category%/%postname%/ এটা দেই তাহলে URL হবে এরকম http://localhost/tutorial/category_name/post-title/
এরুপ নিচেরগুলি ব্যবহার করতে পারেন
%year%
%monthnum%
%day%
%hour%
%minute%
%second%
%post_id%
%author%
স্ট্রাকচার ট্যাগগুলি দেখেই বোঝা যাচ্ছে কোনটা দিলে URL এ কি দেখাবে। আর কি ব্যাখ্যার প্রয়োজন আছে?
"Category base" এবং "Tag base" এ যেকোন শব্দ দিতে পারেন। এই শব্দ ক্যাটাগরি/ট্যাগের আগে URL এ দেখাবে যেমন আমি যদি "Category base" ফিল্ডে দেই "topic" তাহলে যেকোন ক্যাটাগরিতেই যাইনা কেন URL দেখাবে এরকম http://localhost/tutorial/topic/category_name/
                                   (শেষ)

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.