Header Ads

ওয়ানডে ক্রিকেটে যে রেকর্ডের সামনে মুস্তাফিজ

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট শিকারি বোলারা।
.
১৯ ম্যাচে ৫০ উইকেট {অজান্তা মেন্ডিস শ্রীলংকা}
.
২১ ম্যাচে ৫০ উইকেট {অজিত আগারকার ভারত}
.
২৩ ম্যাচে ৫০ উইকেট {মিচেল ম্যাকলেনাগান নিউজিল্যান্ড}
.
২৩ ম্যাচে ৫০ উইকেট {ওয়াকার ইউনুস পাকিস্তান}
.
২৪ ম্যাচে ৫০ উইকেট {ব্রেট লি অস্ট্রেলিয়া}
.
২৫ ম্যাচে ৫০ উইকেট { ব্যালেন্টি জর্জ ওয়েস্ট ইন্ডিজ }
.
১৬ ম্যাচে ৪২ উইকেট {মুস্তাফিজুর রহমান বাংলাদেশ}
.
বিশ্ব রেকর্ডের সামনে দারিয়ে মুস্তাফিজ। অজান্তা মেন্ডিসের রেকোর্ড ভেঙে দিতে মুস্তাফিজের প্রয়োজন ৩ ম্যাচে ৯ উইকেট।।

মুস্তাফিজুর রহমানের
আন্তজাতিক ওডিআই ক্যারিয়ার :-
.
ম্যাচ :- ১৭
ইংনিস :- ১৬
বল :- ৮৩৩
রান :- ৬৪২
মেডান :- ৯
উইকেট :- ৪২
স্পোর্টস সময়
ইভারেজ :- ১৫.২৯
ইকোনমি :- ৪.৬২
স্টাইক রেট :- ১৯.৮৩
বেস্ট উইকেট :- ৬/৪৩
৪ উইকেট :- ১
৫ উইকেট :- ৩

রেকর্ডটা করতে খুব কঠিন না হবে মোস্তাফিজুর রহমানের জন্য যদি তিনি বতর্মান ফর্মটা ধরে রাখতে পারেন। ইতিমধ্যে তিনি আমাদেরকে অনেক রেকর্ড উপহার দিয়েছেন। আশাকরি এই রেকর্ডও উপহার দিতে সক্ষম হবেন। শুভকামনা রইলো মোস্তাফিজুর রহমানের জন্য।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.