ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পূর্ন বাংলায়-পর্ব(২)
পোস্ট তৈরিঃ
এডমিন প্যানেল থেকে (http://localhost/tutorial/wp-admin) বাদিকের মেনুগুলো থেকে উপরে "Posts" লিংকে ক্লিক করলে সকল পোস্টের তালিকা চলে আসবে, সাথে সাথে "Posts" মেনুর অধীনে সবগুলি সাবমেনুও দেখাবে।
সাবমেনু "All Posts" ক্লিক করলে সব পোস্টের তালিকা দেখাবে, আসলে "Posts" আর "All Posts" এর একই লিংক।
এরপরের সাবমেনু "Add New" তে ক্লিক করলে নতুন পোস্ট তৈরীর ফর্ম আসবে নিচের মত, ফর্ম আসলে টাইটেল, কনটেন্ট ইত্যাদি দিয়ে ডানদিকে "Publish" বাটনে ক্লিক করলে পোস্টটি প্রকাশ হয়ে যাবে।
পাবলিশ করার পর সাইটের ফ্রন্ট ইন্ডে (localhost/tutorial) যান এবং দেখুন নতুন পোস্টটি সবার উপরে চলে এসেছে। ছবিতে "Screen Options" অংশটি দেখুন এখানে অনেকগুলি অপশন নির্বাচন করেছি। এর ফলে প্রতিটি পোস্টের সাথে অতিরিক্ত কিছু অপশন যোগ করা যায়।
Format অপশন নির্বাচন দেয়া থাকলে ডানদিকে একটি পোস্ট ফরমেটিং করার তালিকা থাকবে। এখানে বাই ডিফল্ট "Standard" সিলেক্ট করা থাকে। এছাড়া আছে "Aside", "Image", "Video" ইত্যাদি। যেটাই সিলেক্ট করবেন পোস্টটি সেইভাবে দেখাবে।
এরপর "Categories" সিলেক্ট থাকার কারনে Format এর নিচেই দেখাবে "Categories" অংশ, এখানে আপনার তৈরী সকল ক্যাটাগরিগুলি দেখাবে। আমরা এখনও কোন ক্যাটাগরি তৈরী করিনি তাই বাই ডিফল্ট "Uncategorized" নামে একটি ক্যাটাগরি দেখাচ্ছে এবং বাই ডিফল্ট সব পোস্ট এই ক্যাটাগরিতে সেভ হবে।
"Add New Category" লিংকে ক্লিক করে এখানেই নতুন ক্যাটাগরি তৈরী করে নিতে পারেন।
এরপর আছে "Tags" এবং এটা সিলেক্ট থাকলে "Categories" এর নিচে "Tags" নামে একটা টেক্সট বক্স দেখতে পাবেন। এখান থেকে পোস্টটির জন্য কিছু সম্পর্কিত ট্যাগ বা কিওয়ার্ড লিখে দিতে পারেন। একাধিক শব্দ দিতে চাইলে, একটি একটি করে লিখবেন আর "Add" বাটনে ক্লিক দিবেন। যেমন আপনার পোস্টটি যদি পিএইচপির উপরে হয় তাহলে ট্যাগ দিতে পারেন "পিএইচপি", "প্রোগ্রামিং", "টিউটোরিয়াল" ইত্যাদি। এটা ঐচ্ছিক। Tag না দিলেও পোস্ট সেভ/পাবলিশ হবে।
"Choose from the most used tags" লিংকে ক্লিক করলে সর্বাধিক ব্যবহৃত ট্যাগগুলির তালিকা দেখাবে (যদি আগে পোস্ট তৈরীর সময় ট্যাগ তৈরী করে থাকেন) যেখান থেকে ট্যাগ সিলেক্ট করে দেয়া যায়।
এরপরের অপশনটি গুরত্বপূর্ন যার নাম "Featured Image", বাই ডিফল্ট এটা নির্বাচিতই থাকে এবং ডানদিকে সবচেয়ে নিচে "FeaturedImage" অংশে "Set featured image" লিংক থেকে এই পোস্টের জন্য একটা ছবি নির্বাচন করে দিতে পারবেন (যে উইন্ডো আসবে সেখান থেকে ছবি ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে)। এই ছবিটি পোস্টের শুরুতেই দেখাবে। অবশ্য চাইলে পোস্টের যেকোন জায়গায় দেখানো যায়। কিভাবে দেখানো সম্ভব এটা পরে আলোচনা করব, থিম ডেভেলপমেন্টের সময়।
এরপর "Excerpt" অপশনটি নির্বাচন করলে কনটেন্ট লেখার টেক্সটএরিয়ার নিচে আরকেটি টেক্সটএরিয়া আসবে। এখানে পোস্টের সরাংশ বা কিছু বর্ননা দিতে পারেন, এটাও ঐচ্ছিক। যেকোন বর্ননা দিলে পরে এটাকে পোস্টে প্রদর্শনের ব্যবস্থা করা যায়। পরে থিম ডেভেলপমেন্টের সময় দেখাবো কিভাবে excerpt দেখানো হয়।
এরপর "Send trackbacks" টিক দিলে একটা টেক্স বক্স আসবে "Excerpt" এর নিচে। এটা আসলে নটিফিকেশনের জন্য ব্যবহার হয়। যদি এই ব্লগটি অন্য কোন ব্লগের সাথে সংযুক্ত থাকে তাহলে সেই ব্লগের ঠিকানা (URL) টেক্সবক্সে দিয়ে দিবেন।
এরপর "Custom Fields" এটি খুব কাজের একটা অপশন, টিক দেয়া থাকলে "Send trackbacks" এর নিচে কাস্টম ফিল্ড যোগ করার টেক্সট বক্স আসবে। এক বা একাধিক ফিল্ড যোগ করা যায়
এখানে name এর জায়গায় কাস্টম ফিল্ডের যেকোন নাম দিবেন আর value তে মান দিবেন। "Add Custom Field" বাটনে ক্লিক করে একটি কাস্টম ফিল্ড যোগ করা যায়, চাইলে একাধিক ফিল্ড যোগ করতে পারেন। ধরুন আপনি একটি পোস্ট লিখছেন যেখানে আরো ৫ জন ব্যাক্তি অবদান আছে, আপনি তাদেরও নাম দিতে চাচ্ছেন। এমন অবস্থায় এখানে সেই নামগুলি যোগ করতে পারেন এবং পোস্টে সেগুলি দেখানো যায়। এজন্য ফাংশন আছে থিম ডেভেলপমেন্টের সময় সেগুলি দেখাবো।
এরপর "Discussion" অপশন নির্বাচন করলে দুটি জিনিস সক্রিয় (enable), নিস্ক্রিয় (disable) করার চেকবক্স আসবে। "Allow comments" টিক দেয়া থাকলে পোস্টে ইউজার মন্তব্য করতে পারবে। বা্ ডিফল্ট এনাবল করা থাকে। পোস্টে কমেন্ট বন্ধ রাখতে চাইলে এটি আনচেক করতে হবে। আর "Allow trackbacks and pingbacks on this page" এটা চেক করা থাকলে এই পোস্টটিতে পিংব্যাক এবং ট্র্যাকব্যাক করা যাবে। পিংব্যাক এবং ট্র্যাকব্যাকের মাধ্যমে অন্য কোন ব্লগের পোস্টের সাথে এই পোস্ট সংযোগ করা যায় এবং নটিফিকেশন আদান প্রদান হয়।
"Slug" টিক দিলে একটি টেক্সটবক্স আসবে, এখানে ঐ পোস্টে গেলে URL কেমন হবে সেটা ঠিক করে দিতে পারেন। যদি না দেন তাহলে বাই ডিফল্ট পোস্টের টাইটেল বা শিরোনামটিকে ফরমেট করে ওয়ার্ডপ্রেস নিজের মত বসিয়ে নেয়। আপনি যদি চান নিজের তৈরী slug দিতে পারেন। যেমন আমাদের প্রথম তৈরী পোস্টটিতে গেলে ব্রাউজারে URL দেখাবে http://localhost/tutorial/webcoachbd-starting-new-stuff/ এই রকম তবে আমি যদি slug এর টেক্সটবক্সে "test-post" এটা দিতাম তাহলে URL টি হত এরকম http://localhost/tutorial/test-post/ (এভাবে পোস্টের URL দেখতে আগে Settings মেনু থেকে Permalinks পরিবর্তন করে আসতে হবে। পরে বিস্তারিত দেখাব)
এরপর "Author" বাই ডিফল্ট টিক দেয়াই থাকে। এখানে সব লেখকের তালিকা ড্রপডাউনে দেখাবে যদি একাধিক লেখক তৈরী করা থাকে (Users মেনু থেকে নতুন author তৈরী করা যায়)।
এরপর "Screen Layout" রেডিও বাটনে 2 বাই ডিফল্ট চেক করা থাকে ফলে দুটি কলামে ফর্মটি দেখাচ্ছে, 1 সিলেক্ট করে দেখুন সব এক কলামে দেখাবে।
No comments