Header Ads

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পূর্ন বাংলায়-পর্ব(৩)

ক্যাটাগরি এবং ট্যাগ তৈরীঃ

আপনার ওয়ার্ডপ্রেসের প্রতিটি পোস্ট কোন না কোন বিভাগে/ক্যাটাগরিতে রাখতে হবে। ধরুন "Programming" নামে একটা ক্যাটাগুরি বানালে প্রোগ্রামিং সংক্রান্ত সকল পোস্টগুলি এই ক্যাটাগরিতে রাখতে পারবেন। আপনার পোস্টের ধরন অনুযায়ী ক্যাটাগরি ইচ্ছেমত তৈরী করতে পারবেন।
"Post" মেনুর সাবমেনুতে "Categories" মেনুতে যান, এখান থেকে নতুন ক্যাটাগরি যোগ করতে পারবেন। ইচ্ছে করলে যেকোন ক্যাটাগরি সম্পাদনা এমনকি মুছে দিতে পারবেন। ক্যাটাগুরি যোগ করা খুব সহজ। শুধু নিচের মত ফর্ম পূরন করে "Add New Category" বাটনে ক্লিক করলেই একটা ক্যাটাগরি যুক্ত হয়ে যাবে।
Name ফিল্ডে ক্যাটাগরির নাম, slug না দিলেও হবে আর দিলে ক্যাটাগুরিটি ব্রাউজ করার সময় slug টি URL সুন্দরভাবে দেখাবে। slug দিলে সবমসময় এমন অর্থপূর্ন দেয়া উচিৎ যাতে URL দেখেও আন্দাজ করা যায় যে এখন কোথায় আছি তাছাড়া এটা SEO এর জন্য খুব উপকারী।
Parent ড্রপডাউন থেকে এই ক্যাটাগরির মুল কোন ক্যাটাগরি হবে সেটা ঠিক করে দিতে পারেন। "None" সিলেক্ট করলে এটাই একটা মুল ক্যাটাগরি হয়ে যাবে। এটার অদীনে আবার নতুন ক্যাটাগরি(সাব ক্যাটাগরি) তৈরী করতে পারবেন। এরপর Description দিলে দিতে পারেন।
ক্যাটাগরি যোগ করার পর ক্যাটাগরিগুলি ডান দিকে দেখতে পারবেন, এখানে যেকোন ক্যাটাগরির উপর মাউস নিয়ে গেলে ক্যাটাগরিটি সম্পাদনা, মুছে দেয়া ইত্যাদির লিংক দেখতে পাবেন এবং বুঝতেই পারছেন লিংকগুলিতে ক্লিক করে সংশ্লিষ্ট কাজটি করতে পারবেন। ক্যাটাগরির তালিকার Count কলামে পোস্টের সংখ্যা দেখাবে, যে ক্যাটাগরিতে যতটি পোস্ট আছে সেটার সংখ্যা।
** পোস্ট তৈরীর ফর্মে যেখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় সেখান থেকেও ক্যাটাগরি থৈরী করা যায়।
ট্যাগ তৈরী
এরপর "Tags" সাবমেনু থেকে হবহু ক্যাটাগরির মত একটি নতুন ট্যাগ তৈরী করতে পারেন। এই ট্যাগগুলি দেখাবে পোস্ট তৈরীর সময় "Choose from the most used tags" লিংকে ক্লিক করলে। খুবই সহজ, বর্ননা করার মত কিছু পাচ্ছিনা।

 মিডিয়া মেনুঃ

ওয়ার্ডপ্রেসে "Media" মেনুতে ক্লিক করে নতুন ছবি যোগ করা যায়। http://localhost/tutorial/wp-admin/upload.php লিংকে গেলে আপলোডকৃত ছবি (বা যেকোন মিডিয়া) গুলির তালিকা দেখতে পারবেন। Media মেনু আর এর সাবমেনু "Upload" এ একই লিংক
এখানে যেকোন ছবির উপর ক্লিক করে ছবি ডানে বামে ঘুরানো সহ আরও বেশ কিছু এডিট করা যায়। নতুন পোস্ট যোগ করার সময় যখন "Featured Image" যোগ করবেন তখন এখানকার ছবিগুলি সেখানে দেখায়।
নতুন একটি ছবি যোগ করতে "Add New" লিংকে ক্লিক করুন Media মেনু থেকে। তাহলে নিচের মত আপলোডার উইন্ডো আসবে
এখান থেকে এক বা একাধিক ছবি একসাথে আপলোড করতে পারবেন। ইচ্ছে করলে ছবি মাউস দিয়ে টেনে এনে এটার উপর ছেড়ে দিতে পারেন (ড্রাগ এন্ড ড্রপ), সাথে সাথে আপলোড শুরু হবে। যদি আপনার ব্রাউজারে এটা সাপোর্ট না করে তাহলে "browser uploader" লিংকে গিয়ে একটা একটা করে ছবি ব্রাউজ করে দেখিয়ে দিতে পারেন এবং এভাবেও আপলোড হবে।

পেজ মেনুঃ

"Media" মেনুর পর আছে "Pages" মেনু। এই লিংকে গেলে সব পেজের তালিকা দেখাবে যেগুলি আগে তৈরী করেছেন। পোস্টের মত নতুন পেজ তৈরী করতে হয়। পেজ তালিকা থেকে যেকোন পেজ এডিট ডিলিট করতে পারবেন।
যদি একাধিক পোস্ট একসাথে ডিলিট করতে চান তাহলে প্রতিটি পেজের বাদিকে যে চেকবক্স আছে সেখান থেকে কাংখিত পেজগুলি সিলেক্ট করে "Bulk Actions" ড্রপডাউন থেকে "Trash" অপশনটি সিলেক্ট করে "Apply" বাটনে ক্লিক করুন। যদি অনেক পেজ থাকে তাহলে "All Dates" অপশন সম্বলিত যে ড্রপডাউনটি আছে সেখান থেকে তারিখ অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন। এছাড়া পেজের উপর মাউস নিয়ে গেলেই উপরের ছবির মত "Edit", "Trash", "View" ইত্যাদি লিংক দেখতে পারবেন। আর লিংক দেখে বোঝাই যাচ্ছে কোন লিংকে গেলে কি ধরনের কাজ করতে পারবেন। "Quick Edit" এ ক্লিক করলে ওখানেই এজাক্স দিয়ে টাইটেলটি এডিট করার বক্স দিয়ে দিবে।
সকল পেজই এক একটি পোস্ট, page টাইপের পোস্ট। পোস্ট তৈরী করলে ব্লগটিতে দেখাবে আর পেজ তৈরী করলে মেনুতে লিংক দেয়া যায়। ধরুন আপনার সাইটে ১০ টি মেনু থাকবে, তাহলে ১০ টি পেজ তৈরী করে প্রতিটি মেনুতে লিংক দিয়ে দিতে হয়। "Appearance" এর টিউটোরিয়ালে এগুলি বিস্তারিত দেখানো হবে।
পোস্টের মতই এখানেও "Add New" লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ তৈরী করতে পারবেন।
এখানে ডানে দেখুন Template একটা ড্রপডাউন আছে, এটা খুব গুরত্বপূর্ন এখানে আপনার তৈরী যেকোন পেজ টেম্পপ্লেট সিলেক্ট করে দিতে পারবেন। বাই ডিফল্ট "Default Template" সিলেক্ট করা থাকে এবং আপনার নিজের তৈরী কোন টেমপ্লেট থাকলে এই্ ড্রপডাউনে দেখায়। কিভাবে নতুন পেজ টেমপ্লেট তৈরী করা যায় এটা আমরা থিম ডেভলপমেন্ট এর টিউটোরিয়ালে দেখাবো।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.