Header Ads

HTML শিখুন খুব সহজে(ফুল টিউটোরিয়াল) পর্বঃ৭

মেটা ট্যাগ

একটি ওয়েব সাইট তখনই জনপ্রিয় হয় যখন তা মানুষের প্রয়োজনে আসে এবং যে কেউ প্রয়োজনের সময় সহজেই সার্চ ইন্জিনের মাধ্যমে সার্চ করে সাইটটিকে খুজেঁ পায়। একটি ওয়েব পেজ যেন সহজেই সার্চ ইন্জিন খুজে পায় এ জন্য ওয়েব প্রোগ্রামারদের যে কাজটি করতে হয়, তাকে বলা হয় সার্চ ইন্জিন অপটিমাইজেশন। যে কোন ওয়েব সাইটের জন্যই সার্চ ইন্জিন অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েব পেজে মেটা ট্যাগ ব্যবহার করে এ গুরুত্বপূর্ণ কাজটি করা হয়।
আপনি যখন google-এ কোন কিছু সার্চ করেন, তখন আপনার কাছে যেভাবে result গুলো শো করে তা হল, প্রথমে পেজের টাইটেল, তারপর লিংক এবং এর পর আছে "এইচটিএমএল এ প্রোগ্রাম লেখার সাধারন পদ্ধতি এবং প্রাথমিক একটি প্রোজেক্ট ও সাধারন ট্যাগগুলো নিয়ে আলোচনা করা হবে।"
যা <meta name="description" content="……………………………………." /> এর মধ্যে লেখা আছে।

<meta name="keywords" content="……………………………………." /> এর মধ্যে লেখা আছে "এইচটিএমএল প্রোগ্রাম লেখা, html bangla tutorial" একে কি ওয়ার্ড বলা হয়।
আমরা যখন কোন বাক্য লিখে সার্চ ইন্জিনে সার্চ করি তখন সার্চ ইন্জিন বাক্যটিকে ভেঙ্গে একাধিক কি ওয়ার্ড এ বিভক্ত করে সার্চ করে। তাই কি ওয়ার্ড হচ্ছে সার্চ ইন্জিনে কোন ওয়েব পেজ খুজে পাওয়ার অন্যতম পদ্ধতি। এজন্য HTML এর মাধ্যমে কোন পেজ তৈরির সময়
<meta name="keywords" content="……………………………………." /> এর মধ্যে
সম্ভাব্য কি ওয়ার্ড গুলো যুক্ত করে দেয়া হয়।

<meta name="author" content="সুরাচ কুমার" />
লেখকের নামকে সার্চ ইন্জিনে সাবমিট করার জন্য<meta name="author" content="……………"/>ব্যবহার করা হয়।

ওয়েব পেজ অটো রিফ্রেস করার জন্যও মেটা ট্যাগ ব্যবহার করা হয়।
<META HTTP-EQUIV="REFRESH" CONTENT="15;URL=http://www.google.com">
উপরের কোডটি ব্যবহার করলে প্রতি ১৫ সেকেন্ড অন্তর অন্তর http://www.google.com পেজটি একবার করে রিফ্রেস হবে। 

HTML এ স্ক্রিপ্ট এর ব্যবহার

HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাই ওয়েব পেজেও প্রোগ্রামিং এর সুবিধা যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরী ইত্যাদি। এর মাধ্যমে ওয়েব পেজে লোকাল টাইম প্রদর্শন, সময় দিন তারিখ প্রদর্শন, ব্রাউজার চিহ্নিত করা, সময় এবং ইভেন্ট এর উপর ভিত্তি করে ব্যবহারকারীকে কোন বিশেষ বার্তা প্রদর্শন করা সহ বিভিন্ন ধরণের আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়।

জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরী ইত্যাদি স্ক্রিপ্ট যুক্ত করার জন্য HTML এ <script> </script> ট্যাগ ব্যবহার করা হয়। যেমন
<script type="text/javascript" src="jquery.js"></script>
<script type="text/javascript" src="sliding_effect.js"></script>

উদাহরণ প্রোগ্রাম

<html>
<head>
<title>www.google.com</title> 
<script type="text/javascript">
function show_alert()
{
alert("Welcome to www.google.com");
}
</script>

</head> 
<body bgcolor="#009933" >
<input type="button" style="margin-left:150px; width:100px; height:50px; font-size:18px; color:#F00" onclick="show_alert()" value="Click Me" />
</body>
</html> 
 
একটি নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন, আপনি web browser-এ preview দেখতে পাবেন ।

ওয়েবে অডিও ফাইল চালানোর পদ্ধতি

কোন বিষয়কে উপস্থাপনার ক্ষেত্রে, টেক্সট এবং ছবির পাশাপাশি অডিও-ভিডিও ব্যবহার করলে বিষয়টি আরো প্রাণবন্ত হয়ে উঠে। ওয়েব মিডিয়ার মাধ্যমে এ কাজটি যতটা ভালোভাবে করা যায় আর অন্য কোনো মিডিয়ায় মাধ্যমে তা সম্ভব নয়। HTML দ্বারা তৈরি পেজে <embed> ট্যাগ ব্যবহার করে সহজেই অডিও ফাইল যুক্ত করা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়।

পূর্ব প্রস্তুতি

ডেক্সটপে একটা audio নামে folder নিতে হবে এর মধ্যে audio.mp3 নামে save করা একটা অডিও ফাইল রাখতে হবে।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title>www.google.com</title>
</head> 
<body >
<p>
<center>
<embed src="audio.mp3" height="35" width="300"
controller="true" loop="false" autostart="false">
</embed>
<h3 style="color:#F00">Click play button and enjoy music.</h3>
</center>
</p>

</body>
</html> 

ডেক্সটপে তৈরি করা audio folder এর মধ্যে একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open  করুন এবং আউটপুট দেখুন। 

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.