HTML শিখুন খুব সহজে(ফুল টিউটোরিয়াল) পর্বঃশেষ
ওয়েবে ভিডিও ফাইল চালানোর পদ্ধতি
সংঘটিত বাস্তব ঘটনাকে পরিপূর্ণভাবে উপস্থাপনার ক্ষেত্রে ভিডিও সবচেয়ে উপযোগী মাধ্যম। দৈনন্দিন সংবাদ প্রকাশক ওয়েব সাইটগুলো তাদের দৈনন্দিন ঘটনাগুলোকে টেক্সট এবং ইমেজ ব্যবহারের মাধ্যমে প্রকাশের পাশাপাশি ভিডিও প্রকাশের মাধ্যমে আরো বেশি জনপ্রিয়তা অর্জনের সুযোগ পাচ্ছে, এবং ব্যবহারকারীরা এ সকল ঘটনার বাস্তব চিত্র দেখা, এবং জানার পাশাপাশি প্রয়োজনে সংগ্রহ করে রাখতে পারছেন। বর্তমানে ভিডিও শুধু মানুষের বিনোদন এবং বাস্তব ঘটনা প্রকাশের মাধ্যমই নয়, এটি শিক্ষার অন্যতম বাহনে পরিণত হয়েছে।
অসংখ্য শিক্ষামূলক ওয়েব সাইট বিভিন্ন বিষয়ের উপর প্রতিদিন নতুন নতুন টেক্সট ভিত্তিক টিউটোরিয়ালের পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করছে। যা মানুষকে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে শুধুমাত্র শেখা এবং জানার সুযোগই সৃষ্টি করছে না, প্রশ্ন বিনিময় এবং আলোচনার মুক্ত প্লাটফর্ম তৈরির মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা বিস্তারেও ভুমিকা রাখছে। HTMLদ্বারা তৈরি পেজে <embed> ট্যাগ ব্যবহার করে সহজেই ভিডিও যুক্ত করা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়।
পূর্ব প্রস্তুতি
ডেক্সটপে একটা video নামে folder নিতে হবে এর মধ্যে video.wmv নামে save করা একটা ভিডিও ফাইল রাখতে হবে।
অনুশীলন প্রজেক্ট
<html>
<head>
<title>www.google.com</title>
</head>
<body >
<p>
<center>
<embed src="video.wmv" width="344" height="300"
autostart="false" controller="true" loop="false" >
</embed>
<h3 style="color:#F00">Click the play button and enjoy video.</h3>
</center>
</p>
</body>
</html>
<head>
<title>www.google.com</title>
</head>
<body >
<p>
<center>
<embed src="video.wmv" width="344" height="300"
autostart="false" controller="true" loop="false" >
</embed>
<h3 style="color:#F00">Click the play button and enjoy video.</h3>
</center>
</p>
</body>
</html>
একটি নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন, আপনি web browser-এ preview দেখতে পাবেন ।
ওয়েবে ফ্লাস ফাইল চালানোর পদ্ধতি
ফ্লাস এনিমেশন ওয়েব সাইটের একটি অন্যতম আকর্ষণীয় উপাদান। আকর্ষণীয় নেভিগেশন বার, ব্যানার, বাটন ইত্যাদিতে ফ্লাসের এনিমেশন যুক্ত করে যেমন ওয়েব সাইটের ইন্টারফেসকে আকর্ষণীয় করে তোলা যায়, পাশাপাশি সাইটটিও ব্যবহার বান্ধব হয়ে উঠে। HTMLদ্বারা তৈরি পেজে <embed> ট্যাগ ব্যবহার করে অডিও এবং ভিডিও এর মত সহজেই ফ্লাসে তৈরি এনিমেশন অর্থাৎ SWF ফাইল যুক্ত করা যায় ।
পূর্ব প্রস্তুতি
ডেক্সটপে একটা flash নামে folder নিতে হবে এর মধ্যে flash.swf নামে save করা একটা ভিডিও ফাইল রাখতে হবে।
অনুশীলন প্রজেক্ট
<html>
<head>
<title>www.google.com</title>
</head>
<body >
<center>
<embed src="flash.swf" width="250" height="240">
</embed>
</center>
</body>
</html>
<head>
<title>www.google.com</title>
</head>
<body >
<center>
<embed src="flash.swf" width="250" height="240">
</embed>
</center>
</body>
</html>
একটি নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন, আপনি web browser-এ preview দেখতে পাবেন ।
No comments