Header Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায়ঃপ্রথম।বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। (পর্বঃশেষ)

151. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কী?
ক. জেনেটিক মডুলেশন
খ. জেনেটিক মডিফেকেশন
গ. জেনেটিক ফিউশন
ঘ. জেনেটিক ফেশন

উত্তর: খ. জেনেটিক মডিফেকেশন


152. উন্নত বৈশিষ্ঠ্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে-
ক. ন্যানোটেকনোলজি
খ. বায়োমেট্রিক্স
গ. বায়োইনফরমেট্রিক্স
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর: ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং


153. DNA অণু কাঁটা যায় কী দিয়ে-
ক. ব্লুপপ্রিন্ট
খ. আণবিক কাঁচি
গ. পারমাণবিক কাঁচি
ঘ. রিকম্বিনেন্ট

উত্তর: গ. পারমাণবিক কাঁচি


154. ন্যানোটেকনোলজি কে সংক্ষেপে কী বলা হয়-
ক. টেকনো
খ. মাইক্রো টেক
গ. ন্যানো
ঘ. মাইক্রোটেকনোলজি

উত্তর: গ. ন্যানো


155. কতটি Xenon অণু দ্বারা আইবিএমএর লোগোটি তৈরী হয়?
ক. ২০ টি
খ. ৩০ টি
গ. ৩৫ টি
ঘ. ৪০ টি

উত্তর: গ. ৩৫ টি


156. ন্যানো প্রযুক্তির জনক বলা হয়-
ক. ফাইনম্যান রোজ
খ. রিচার্ড ফাইনম্যান
গ. বায়োমেট্রিক্স
ঘ. মার্ক জুকার্বাগ

উত্তর: খ. রিচার্ড ফাইনম্যান


157. এক ইঞ্চির দুই কোটি ৫৪ লক্ষ ভাগের এক ভাগ হলো-
ক. এক মিটার
খ. এক ন্যানো মিটার
গ. এক কিলোমিটার
ঘ. এক ন্যানো কিলোমটিার

উত্তর: খ. এক ন্যানো মিটার


158. সংবাদপত্রের একটি শীটের প্রশস্ততা হলো-
ক. এক লক্ষ ন্যানো মিটার
খ. দুই লক্ষ মিটার
গ. তিন লক্ষ মিটার
ঘ. চার লক্ষ মিটার

উত্তর: ক. এক লক্ষ ন্যানো মিটার


159. রেডিয়েশন দেখা হয় কোন চিকিৎসায়-
ক. হৃদরোগ
খ. হাপানি
গ. ক্যান্সার
ঘ. জন্ডিস

উত্তর: গ. ক্যান্সার


160. সর্বপ্রথম কম্পিউটার ইথিকস টার্মটির ধারনা দেন কে?
ক. প্রফেসর ড. রিচার্ড ফাইনম্যান
খ. প্রফেসর ড. ওয়ান্টার
গ. প্রফেসর ড.আর এর ফিশার
ঘ. প্রফেসর ড. টিম বার্নারলি

উত্তর: খ. প্রফেসর ড. ওয়ান্টার


161. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-
ক. থামসিং
খ. প্রাইরেসিং
গ. ক্রাকিং
ঘ. হ্যাকিং

উত্তর: ঘ. হ্যাকিং


162. কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট কম্পিউটার ইথিকসের বিষয়ে কয়টি নির্দেশনা তৈরী করে-
ক. ০৬টি
খ. ০৮টি
গ. ১০টি
ঘ. ১২টি

উত্তর: গ. ১০টি


163. বিশ্ব আজ এক তথ্যের মহাসমুদ্রে পরিণত হয়েছে কিসের ফলে-
ক. মোবাইল ফোন
খ. টেলিভিশন
গ. কম্পিউটার নির্ভর ইন্টারনেটের ফলে
ঘ. কম্পিউটার

উত্তর: গ. কম্পিউটার নির্ভর ইন্টারনেটের ফলে


164. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে-
ক. সময় বেশি কিন্তু খরচ কম
খ. সময় ও খরচ খুবই কম
গ. খরচ বেশি কিন্তু সময় কম
ঘ. সময় ও শক্তি খরচ বেশি

উত্তর: খ. সময় ও খরচ খুবই কম


165. ফ্লিকার হলো-
ক. ফটো শেয়ারিং সাইট
খ. ভিডিও শেয়ারিং সাইট
গ. রাজনৈতিক নেটওয়ার্কিং সাইট
ঘ. অর্থনৈতিক শেয়ারিং সাইট

উত্তর: খ. ভিডিও শেয়ারিং সাইট


166. টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকে বলা হয়-
ক. টেলিকনফারেন্সিং
খ. টেলিকফারেন্স
গ. ভিডিও টেলিকনফারেন্স
ঘ. ভিডিও করফারেন্স

উত্তর: খ. টেলিকফারেন্স


167. টেলিকনফারেন্স পদ্ধতি আবিষ্কার করেন-
ক. মাদার কুরি
খ. মরি টারফ
গ. টারফ মরিসন
ঘ. মার্ক এন্ড্রিসন

উত্তর: খ. মরি টারফ


168. মরি টারফ কিসের সাথে যুক্ত-
ক. এক্সপার্ট সিস্টেম
খ. বুলেটিন বোর্ড
গ. রোবট
ঘ. টেলিকনফারেন্সিং

উত্তর: ঘ. টেলিকনফারেন্সিং


169. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে-
ক. ভিডিও করা যায়
খ. কথা বলা যায়
গ. ছবি দেখা যায়
ঘ. কথা বলা ও শোনা

উত্তর: গ. ছবি দেখা যায়


170. শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাসে অংশগ্রহনের সুযোগ পায় যার মাধ্যমে-
ক. টেলিকনফারেন্সিং
খ. বুলেটিন বোর্ড
গ. রিজার্ভেশন সিস্টেম
ঘ. ভিডিও কনফারেন্সিং

উত্তর: ঘ. ভিডিও কনফারেন্সিং


171. বিমানের উঠানামা এবং কখন বিমান আসবে এবং ছেড়ে যাবে এসকল তথ্য জানা যায়-
ক. এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে
খ. টেলিকনফারেন্সিং এর মাধ্যমে
গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে
ঘ. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে

উত্তর: গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে


172. ATM- এর পূর্ণ নাম-
ক. Automatic Taka Machine
খ. Automatic Teller Machine
গ. Atom Mobile Machine
ঘ. Atonation Talore Machine

উত্তর: খ. Automatic Teller Machine


173. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
ক. EFT
খ. VC
গ. RS
ঘ. ES

উত্তর: খ. VC


174. নিচের কোনটি ব্যবহার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে অর্থ সংগ্রহ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, স্থানান্তও এবং উদ্ধার করা যায়?
ক. ই-কমার্স
খ. ই-মার্কেটিং
গ. ই-রিটেলিং
ঘ. ই-বিক্রয়

উত্তর: ক. ই-কমার্স


175. কোথায় তথ্য প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
ক. যোগাযোগ ক্ষেত্রে
খ. শিল্পক্ষেত্রে
গ. শিক্ষাক্ষেত্রে
ঘ. চিকিৎসাক্ষেত্রে

উত্তর: গ. শিক্ষাক্ষেত্রে


176. ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে অনলাইনের মাধ্যমে সেবা পাওয়া যায়-
(i) ভোটার তালিকা হালনাগাদকরণ তথ্য
(ii) ভিজিএফ/ভিডিজি কার্ডধারী তথ্য
(iii) জন্ম নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


177. বিশ্বগ্রামের সম্পর্কযুক্ত তথ্যসমূহ হলো-
(i) বিশ্বগ্রামের ধারণা বাস্তবে রুপ নেয় ১৯৭০ সালে
(ii) কম্পিউটার ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়
(iii) বিশ্বগ্রাম ধারণা বাস্তবায়ন করে ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii


178. বিশ্বগ্রামের সম্পর্কিত তথ্য হলো-
(i) বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম প্রদান করেন মার্শাল ম্যাকলুহান।
(ii) বিশ্বগ্রাম হলো তথ্যপ্রযুক্তি ভরা বিশ্ব।
(iii) বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


179. যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবতন এনেছে-
(i) টেলিফোন
(ii) টেলিভিশন
(iii) কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


180. কম্পিউটার ব্যাপক ব্যবহৃত হচ্ছে-
(i) স্যটেলাইট কমিনিকেশন
(ii) টেলি কমিনিকেশন
(iii) ওয়্যারলেস কমিনিকেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


181. তথ্য ও প্রযুক্তির কল্যানে শিক্ষা গ্রহনের পদ্বিতি হয়েচে –
(i) সহজ, উন্নত ও আকষনীয়
(ii) সার্বজনীন
(iii) ব্যয় সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


182. টেলিফারেন্সিং এর মাধ্যমে সেবা পাওয়া যায়-
(i) দ্বীপ এলাকা হতে
(ii) হাওয়া অঞ্চল থেকে
(iii) পাহাড়ী এলাকা থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


183. তথ্য ও প্রযুক্তির সম্পর্কিত তথ্যাবলী -
(i) অনলাইন পদ্বতিতে ইন্টারনেটের বিভিন্ন টুলস এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে
(ii) মেশিন যোগাযোগ একটি কৃতিম ব্যবস্থা
(iii) প্রসপেটর খনিজ সম্পদ খুজে বের করতে ব্যবহার হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii


184. জনসংখ্যা ও বাসস্থান সম্পর্কিত-
(i) বর্তমানে মোট অধিবাসীসদর মেধ্যে ৪৯% মহিলা।
(ii) বৈশ্বিক বাসস্থান, সমন্নিত রান্নার স্থান যা সকলের জন্য ব্যবহার যোগ্য নয়।
(iii) বাংলাদেশে মোট জনসংখ্যা ৭৬% লোক গ্রামে বাস করে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii


185. বৈশ্বিক বাসস্থান-
(i) বসবাসকারী ব্যকি্ত লন্ড সিস্টেমের সুবিধা ভোগ করতে পারবে স্বল্প খরচে
(ii) বসবাসকারী ব্যক্তির জন্য কোন হিডেন সাজ থাকে না
(iii) নিরবিছিন্ন বিদ্বুত ব্যবস্থা সংযুক্ত ও বহাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii


186. -
(i) ই-কমার্স পদ্ধতি চালু হওয়ার শ্যম, অথে এবং সেবা সাশ্রয় হচ্ছে।
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায় কম লোকবলে বেশি কাজ করা সম্ভব।
(iii) ই-কমার্স এর জন্য কর্মী ব্যবস্থাপনা সহজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


187. তথ্য ও যোগাযেগ প্রযুক্তি ফলে-
(i) অল্প খরচে বিভিন্ন কাজ স্পন্ন করা যাচ্ছে
(ii) বিক্রয় ও মুনাফা বৃদ্বি পাচ্ছে
(iii) ব্যবসায় হিসাব ও অথিক ব্যবস্হাপনার তেমন গতি ও বিশুদ্বাতা আসেনি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


188. গনমাধ্যমে অনেক ধরনের সেবা বিশেষ করে ই-মেইল, ওয়েবসাইট সেবা প্রদান করে-
(i) ব্লগিং
(ii) রেডিও
(iii) ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii


189. সংবাদ প্রচারে তথ্য প্রযুক্তির ভূমিকা-
(i) সংবাদ হলো তথ্যের সমষ্টি।
(ii) বর্তমানে তথ্য প্রযুক্তির উপর সংবাদ মাধ্যমগুলো নির্ভরশীল নয়।
(iii) কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময়ে সংবাদপএ বের করা সম্ভব হচ্ছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii


190. বিশ্ব সামাজিক যোগাযোগ ব্যবস্থা-
(i) ফেসবুক
(ii) টুইটার
(iii) স্কাইপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


191. ফেসবুক লগইন করা অবস্থায় যা সম্ভব –
(i) একজন অন্যজনের সাথে চ্যাট করা
(ii) প্রোফাইল দেখা
(iii) সরাসরি কথা বলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


192. জিআইএস এর প্রয়োজনীয় উপকরণ-
(i) কম্পিউটার
(ii) ডিজিটাইজার
(iii) প্লটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


193. জিআইএস বেশ কার্যকর ভূমিকা রাখছে-
(i) ট্রাফিক জ্যাম
(ii) সন্ত্রাস
(iii) দারিদ্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


194. বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুন-
(i) অভিজ্ঞতা থেকে শেখা ও বুঝা
(ii) জ্ঞান অর্জন ও প্রয়োগ করা
(iii) সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


195. রোবট তৈরি করা হয়-
(i) খুবই কষ্টসাধ্য
(ii) সস্তা
(iii) ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii


196. ক্রায়োসার্জারি ব্যবহার করা-
(i) ক্যারাটোসিস
(ii) স্কিন ট্যাগ
(iii) জন্ডিস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


197. আইসিটি ব্যবহারের ফলে-
(i) খরচ হ্রাস পায়
(ii) অপচয় বেশি হয়
(iii) অপচয় কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii


198. প্রতিরক্ষা বাহিনী গঠিত-
(i) সেনাবাহিনী
(ii) নৌবাহিনী
(iii) বিমান বাহিনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


199. বায়োমেট্রিক্স এর শারীরবৃত্তীয় অংশ হলো-
(i) মূখ
(ii) হাত
(iii) আঙ্গুলের ছাপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


200. বায়োমেট্রিক্স ব্যবহার হয়-
(i) কম্পিউটারের ব্যবহার নিয়ন্ত্রণ
(ii) অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের কাজ
(iii) ক্যান্সার গবেষণায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

201. নলেজবেজড বা জ্ঞানভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি হলো-
(i) পাসওয়ার্ড
(ii) পাসপোর্ট
(iii) পিন নম্বর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


202. বায়ো ইনফরমেটিক্স এর জন্য প্রায়োজনীয় সফটওয়্যার-
(i) SQL
(ii) Perl
(iii) MS-Excel
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


203. বায়োইনফরম্যটিক্সর গবেষনার ক্ষেত্রফল গুলো হল-
(i) জিন অনুসন্দান
(ii) জিনো অনুসন্দান
(iii) মহাকাশযান নিয়ন্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


204. বায়োইনফরম্যটিক্স এর প্রধান কাজ হলো-
(i) জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করে।
(ii) মলিকুলার বায়োলজির বৈশিষ্ঠ অনুধাবন ও মুল্যায়ন করার কাজে সহায়তা করে ।
(iii) দূতাবাস, সীমান্ত চেকপোষ্ট বিমানবন্দর প্রভৃতি কাজে ব্যবহার হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


205. ন্যানো টেকনোলজি ব্যবহার হয়-
(i) কসমেটিক্ম উৎপাদনে
(ii) কাপড় তৈরিতে
(iii) উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


206. STM যন্তটি-
(i) ১৯৮০ সনে IBN এর গবেষকরা প্রথম আবিস্কার করেন
(ii) দ্বারা অণুর গঠন দেখা সম্ভব হয়েছে।
(iii) ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


207. মোবাইল ফোনের মাধ্যমে সম্বব-
(i) ই-মেইল
(ii) ভয়েস কল
(iii) টাকা পাঠানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


208. সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর অবদান হলো-
(i) সামাজিক ঐক্য গড়ে তোলা।
(ii) বেকারত্ব সৃষ্টি করা।
(iii) সমাজের সকল মানুষের মধ্যে যে পারস্পরিক বন্ধন জোড়ালো করা।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii


209. স্কাইপের সাহায্যে-
(i) অডিও ভিডিও চ্যাটিং করা যায়
(ii) ভিডিও কনফারেন্সিং করা যায়
(iii) নিকটজন বা পরিচিতদের সাথে টেক্মট করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


210. বর্তমান ভিডিও কনফারেন্সি ব্যবহার হচ্ছে-
(i) ব্যবসায় বাণিজ্যে
(ii) স্বাস্থ্যসেবায়
(iii) শিক্ষা খাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


নিচের উদ্দিপকটি পড় এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
দেলোয়ার সাহেব একটি সরকারি অফিসে চাকুরি করেন। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশি আগ্রহি। দেশ-বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য বাসায় ইন্টারনেট ব্যবহার করেন।
211. গনি সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার-
(i) ইতিবাচক
(ii) নেতিবাচক
(iii) কার্যকর ও সময়োপযোগি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


212. ইন্টার্নেটের মাধ্যমে গণি সাহেব যে সুবিধা পেতে পারে-
(i) ই-নিউজ ব্যবহার
(ii) ই-বুক ব্যবহার
(iii) ফেজবুক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii


অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড় এবং 213 ও 214 নং প্রশ্নের উত্তর দাওঃ
তানভীর মেশিন রিডেবল পাসপোর্টোর জন্য আবেদন করেন। আবেদন পত্র জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা এবং আঙ্গুলের ছাপ তোলা এবং আঙ্গুলের ছাপ রাখা হয়। কিছু দিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসর্পোট হলে গেছে।
213. উপরোক্ত আলোচনায় আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে?
ক. বায়োমেট্রিক্স
খ. বায়ো্নিফরমেট্রিক্স
গ. ভার্চুয়াল বিয়েলিটি
ঘ. ন্যানোটেকনোলজি

উত্তর: ক. বায়োমেট্রিক্স


214. তানভীর পাসর্পোট সম্পন্ন হওয়ার খবর জানতে পারবে-
(i) তথ্য প্রযু্ক্তির মাধ্যমে
(ii) যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
(iii)  ন্যানোটেকনোলজি মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii


নিচের উদ্দিপকটি পড় এবং 215 ও 216 নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমানে সময়ে ব্যবহৃত গুরুত্বর্পূন প্রযুক্তি য ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিড কার্ড জালিয়াতির পদক্ষেপ সনাক্ত করে, টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর সনাক্ত করে এবং কোনো সফটওয়্যার সিস্টেমে যখন আপনি কোনো সমস্যার পড়েন তার সঠিক সমাধানের পরামর্শ দেয়।
215. কোনো প্রযুক্তি দ্বারা ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির পদক্ষেপ শনাক্ত করে টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর শনাক্ত করা যায়।
ক. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
খ. তথ্য প্রযুক্তি
গ. রোবটিক্স
ঘ.  ক্রায়োসার্জারি

উত্তর: খ. তথ্য প্রযুক্তি


216. বায়োমেট্রি কোথায় ব্যবহৃত হয়?
ক. চিকিৎসায়
খ. শিক্ষাক্ষেত্রে
গ. যোগাযোগ
ঘ.  ব্যক্তি শনাক্তকরনে

উত্তর: ঘ.  ব্যক্তি শনাক্তকরনে


নিচের উদ্দপিকটি পড় এবং২১৭, ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রাণি বিজ্ঞানের শিক্ষক জনাব হামদে রাব্বি একাদশ শ্রেণির ক্লাসের মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব এবং কম্পিউটার বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে কোন ব্যক্তি বা তাদের গ্রুপকে সনাক্তরণ পদ্ধতি নিয়ে আলোচনা করলেন।
217. শিক্ষক যে বিষয়টি আলোচনা করলেন তাকে কী বলে?
ক. Biometrics
খ. Bioinformatics
গ. Nanotechnology
ঘ.  Genetic Engineering

উত্তর: খ. Bioinformatics


218. শরীরবৃত্ত বায়োমেট্রিক্স কী নিয়ে কাজ করে?
ক. ন্যানো টেকনোলজি
খ. ডি.এন.এ
গ. রোবটিক
ঘ.  ক্রায়োসার্জারি

উত্তর: খ. ডি.এন.এ


219. নিচের কোনটি প্রমাণভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি?
ক. পাসওয়ার্ড
খ. মোবাইল ফোন
গ. নাগরিকত্ব কার্ড
ঘ. PIN

উত্তর: ঘ. PIN


নিচের উদ্দপিকটি পড় এবং ২২০ ও ২২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুইডেন প্রবাসী আল-আমিন হাসান সাহেবের দেশে কয়েকটি ফার্ম আছে ঐ প্রতিষ্ঠানগুলোর কমকর্তাদের সাথে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন এবং ব্যবসায় কার্য পরিচালনা করেন।
220. বর্তমান বিশ্বে যোগাযোগের সবচেয়ে পরিচিত মাধ্যম কোনটি?
ক. চিঠি
খ. টেলিফোন
গ. টেলিগ্রাম
ঘ.  ই-মেইল

উত্তর: ঘ.  ই-মেইল


221. ই-মেইল হলো-
ক. ইনভারমেন্টাল মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইজি মেইল
ঘ.  ইনভিলাপ মেইল

উত্তর: খ. ইলেকট্রনিক মেইল


নিচের উদ্দপিকটি পড় এবং ২২২, ২২৩, ও ২২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমান যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক লক্ষ্য করা যায়। তথ্যপ্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্ব আজ পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। তথ্য প্রযুক্তির কুফলের ফলে সমাজ আজ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি। তথ্য প্রযুক্তির ফলে সমাজে সৃষ্ট সমস্যাগুলো হচ্ছে- অশ্লীলতা, অপরাধ, মিথ্যা, শারীরিক সমস্যা ইত্যাদি।
222. বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ায় অনেক ক্ষেত্রে সনাতনী প্রথা উঠে যাচ্ছে। এটি তথ্য প্রযুক্তিতে কী ধরনের কু-প্রভাব ফেলেছে?
ক. শারীরিক সমস্যা
খ. মানসিক সমস্যা
গ. বেকারত্ব বৃদ্ধি
ঘ.  অশ্লীলতা

উত্তর: ঘ.  অশ্লীলতা


223. রঙিন টিভি বেশি সময় ধরে দেখার কারণে সৃষ্ট সমস্যা কোনটি?
ক. হৃদপিন্ড অকার্যকর হওয়া
খ. কোষের সমস্যা হওয়া
গ. কোমর ব্যথা
ঘ.  শ্রবণশক্তি কমে যাওয়া

উত্তর: গ. কোমর ব্যথা


224. তথ্য প্রযুক্তির কু-প্রভাবে-
(i) অপরাধ বৃদ্ধি পায়
(ii) মানব সম্পদের উন্নয়ন হয়
(iii) ব্যবসায়িক সুখ্যাতি নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.