Header Ads

HTML শিখুন খুব সহজে(ফুল টিউটোরিয়াল) পর্বঃ৬

সি এস এস

বর্তমান সময়ে ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয় HTML দিয়ে, ডিজাইন তৈরি করা হয় CSS দিয়ে, আর টেক্সট জমা রাখা হয় ডাটাবেজে। তাই কোন পেজকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ব্যবহার বান্ধব করে তোলার জন্য CSS এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। HTML দ্বারা তৈরি পেজে তিন পদ্ধতিতে CSS যুক্ত করা যায়।

১. এক্সটার্নাল স্টাইল সিট (External Style Sheet )
২. ইনটার্নাল স্টাইল সিট (Internal Style Sheet)
৩. ইনলাইন স্টাইল সিট (Inline Style Sheet) 

এক্সটার্নাল স্টাইল সিট

এ পদ্ধতিতে HTML ফাইল এবং CSS স্টাইল সিট দুটি আলাদা সিটে রাখা হয়। এবং নিম্নোক্ত পদ্ধতিতে HTML এর <head></head>ট্যাগের মধ্যে লিংক তৈরি করে দেয়া হয়। 
<head>
<link rel="stylesheet" type="text/css" href="http://google.com/bangla/style.css">
</head>

ইনটার্নাল স্টাইল সিট

এ পদ্ধতিতে HTML এবং CSS স্টাইল একই সিটে <head></head> ট্যাগের মধ্যে রাখা হয়। এজন্য নিম্নোক্ত পদ্ধতিতে <style></style> ট্যাগ ব্যবহার করা হয়। 
<head>
<style type="text/css">
body {background-color: red;}
p { margin-left: 20px;
font-weight: bold;
color: #006; }
</style>
</head>

ইনলাইন স্টাইল সিট

এ পদ্ধতিতে HTML এর প্রতিটি ট্যাগের মধ্যেই CSS স্টাইল যুক্ত করা হয় । এজন্য নিম্নোক্ত পদ্ধতিতে style এট্রিবিউটস ব্যবহার করা হয়। 
<p style="margin-left:120px; font-weight: bold; color: #060;">

উদাহরণ প্রোগ্রাম

<html>
<head>
<title> www.google.com</title>
<link rel="stylesheet" type="text/css" href="//bangla/style.css"> <style>
body{background:green; font-family:Verdana; font-size:15px;}
h3{font-size:25px; font-family:Tahoma; color:red;}

</style>
</head>
<body > 
This is a paragraph.
<br />
<h3>
Bangladesh is a beautiful country.
</h3>
<p style="color: #600">
This is a paragraph. This is a paragraph.<br />
This is a paragraph. This is a paragraph.<br />
This is a paragraph. This is a paragraph.<br />
This is a paragraph. This is a paragraph.<br />
This is a paragraph. This is a paragraph.<br />
</p>
</body>
</html>
 
একটি নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন, আপনি web browser-এ preview দেখতে পাবেন ।

হেড ইলিমেন্ট

হেড ট্যাগ বা <head> এবং হেড ইলিমেন্ট যেকোন HTML পেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ <head>….</head> এর মধ্যে অর্থাৎ হেড ইলিমেন্ট হিসেবে <title> <link> <meta> <style> <script> এ সকল গুরুত্বপূর্ণ ট্যাগ সমূহ রাখা হয়। এগুলোর মাধ্যমে ব্রাউজারে পেজ সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রদর্শন করার পাশাপাশি সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর মত গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন হয়।

টাইটেল

ব্রাউজারের টাইটেল বারে পেজের টাইটেল প্রদর্শনের জন্য <title> </title> ট্যাগ ব্যবহার করা হয়।
<title>আমাদের HTML টিউটোরিয়াল সমূহ</title>
উপরের কোড এর মাধ্যমে ব্রাউজারের টাইটেল বারে “আমাদের HTML টিউটোরিয়াল সমূহ” লেখাটি দেখা যাবে।

লিংক

CSS স্টাইল সিট এর সাথে লিংক করার জন্য <link> </link> ব্যবহার করা হয়।
<link rel="stylesheet" type="text/css" href="styles.css" />

মেটা ইলিমেন্ট

মেটা সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বিষয়টি পববর্তী লেখায় বিস্তারিত আলোচনা করা হবে।

স্টাইল

ইনটার্নাল স্টাইল সিট ব্যবহারের জন্য <style></style> ট্যাগ ব্যবহার করা হয়। যেমন

<head>
<style type="text/css">
body {background-color: red;}
p { margin-left: 20px;
font-weight: bold;
color: #006; }
</style>
</head>

স্ক্রিপ্ট

জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরী ইত্যাদি স্ক্রিপ্ট যুক্ত করার জন্য <script> </script> ট্যাগ ব্যবহার করা হয়। যেমন

<script type="text/javascript" src="jquery.js"></script>
<script type="text/javascript" src="sliding_effect.js"></script> 

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.