Header Ads

টেক্সট কাটআউট ইফেক্ট



কোন একটি ইমেজ থেকে টেক্সট-কাট-আউট ইফেক্ট তৈরী করতে চান? মনে হবে ইমেজ কেটে টেক্সট তৈরী করা হয়েছে। ফটোশপে কাজটি করা খুব সহজ। উদাহরনের ছবিতে ফুলবাগানের ছবি ব্যবহার করে Garden শব্দটি লেখা হয়েছে। 

কাজটি কিভাবে করবেন জেনে নিন। . যে ছবি ব্যবহার করে টেক্সট তৈরী করবেন তাকে ফটোশপে ওপেন করুন। ফুলের ছবি ব্যবহারের সময় ছোটছোট ফুলের ছবি বেশি সুবিধেজনক। . যে টেক্সট ব্যবহার করতে চান সেটি টাইপ করুন। ইমেজের ওপর যায়গামত রাখুন। . ইমেজ লেয়ারকে টেক্সট লেয়ারের ওপরে নিন। . দুটি লেয়ারের মাঝখানের লাইনে Alt-Click করুন। আপনার টেক্সট কাট-আউট ইমেজ তৈরী। উদাহরনে অতিরিক্তভাবে টেক্সট এর জন্য Stroke এবং Drop Shadow লেয়ার ইফেক্ট যোগ করা হয়েছে। 

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.