Header Ads

কিভাবে Play Store থেকে অটো অ্যাপ আপডেট বন্ধ করবেন

সাধারণত আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলো নেট কানেকশন পেলে প্লে স্টোর থেকে আপডেট ডাউনলোড করে থাকে। কারণ সাধারণত এই আপডেটের মাধ্যমে আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেটে অ্যাপ গুলোর পারফর্মেন্স উন্নত হয় এবং অনেকসময় অ্যাপ গুলো আপনার ডিভাইসের চার্জ কম খরচ করে থাকে।
তবে অনেক ক্ষেত্রে এই আপডেট আপনার বিরক্তির কারণ হয়ে দাড়ায়। কারণ অ্যাপ গুলো আপডেট হওয়ার সময় আপনার ডিভাইসটি তুলনামূলক ভাবে স্লো হয়ে যায়। এছাড়া আপডেটের কারণে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার স্মার্টফোনের ডাটা প্যাকেজের ডাটাও খরচ হতে থাকে।
তবে মূল কথা হল ডাটা খরচ হলেও অ্যাপ আপডেট দেয়া ভাল। কারণ আগেই বলেছি আপডেটেড অ্যাপ গুলোর পারফর্মেন্স আগের তুলনায় বৃদ্ধি পায় এবং অনেক সময় কিছু অ্যাপে ডেভেলপাররা নতুন কিছু ফিচার ও অ্যাড করে থাকেন। আর এই কারণেই অনেকে অ্যাপ অটো আপডেট করার পরিবর্তে ম্যানুয়ালি আপডেট করে থাকেন। ম্যানুয়ালি আপডেট করতে হলে আপনাকে আগে অটো আপডেট বন্ধ করে নিতে হবে। তো চলুন দেখি কিভাবে অটো আপডেট বন্ধ করবেন।
১) প্রথমে আপনার ডিভাইসে Play Store অ্যাপটি ওপেন করুন। এরপর আপনার ডিভাইসের মেনু বাটন বা ডিভাইসের 3 Dot মেনুতে ক্লিক করুন।
২) এবার আপনি যে মেনু পাবেন সেখান থেকে প্লে স্টোর সেটিং অপশনে ক্লিক করুন। এবার সেটিংস মেনু থেকে ‘Auto-update apps’ অপশন সিলেক্ট করুন।
৩) ‘Auto-update apps’ অপশনে ক্লিক করার পর আপনি নিচের তিনটি অপশন সহ একটি পপ আপ পাবেন…
1) Do not auto-update apps
2) Auto-update apps at any time. Data Charges may apply and
3) Auto-update apps over Wifi only
৪) এই তিনটি অপশন থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনাকে আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলো অটো আপডেট হবে না আপনাকে অ্যাপ গুলো ম্যানুয়ালি আপডেট করতে হবে। চিন্তার কারণ নেই অটোমেটিক আপডেট বন্ধ থাকা সত্ত্বেও আপনি আপডেট নোটিফিকেশন পাবেন।
** ম্যানুয়ালি আপডেট করার ক্ষেত্রে প্লে স্টোর ওপেন করে মেনু থেকে My Apps এ গেলেই আপনি আপনি আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলোর লিস্ট পাবেন এবং প্রয়োজনীয় অ্যাপ টি আপডেট করতে পারবেন।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.