Header Ads

রিকভারি মোড সমস্যা

রিকভারি মোড সমস্যাঃ সমাধানঃ অনেক সময় রম ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইসটি সরাসরি রিকভারি মোডে চলে যেতে পারে। অর্থাৎ আপনার ফোন সরাসরি রিকভারি মোডে অন হবে। এক্ষেত্রে আপনি উপরের পদ্ধতি অনুযায়ী ডাটা ওয়াইপ করে দেখতে পারেন। তবে তাতে অনেক সময় সমস্যার সমাধান হয় না। সাধারনত ভুল রম ফ্ল্যাশ করার কারণে এই সমস্যা হয়ে থাকে। চলুন দেখি এই সমস্যার সমাধান কি?
  • প্রথমে আপনার যে রম টি ফ্ল্যাশ করবেন তার জিপ ফাইলটি আপনার ফোনের এসডি কার্ডে কপি করে নিন।
  • রিকভারি মোডে যান।
  • রিকভারি মোড থেকে উপরের পদ্ধতি অনুযায়ী ডাটা ওয়াইপ করে নিন।
  • এবার মেইন মেনু থেকে install zip from sd card > choose zip from sd card সিলেক্ট করে যে জিপ ফাইলটি কপি করে রেখেছিলেন তা সিলেক্ট করে দিন।
  • ফ্ল্যাশ হয়ে গেলে আপনার ডিভাইসটি রিবুট করুন। এই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ডিভাইস এর জন্য যে কোন কাস্টম রম ফ্ল্যাশ দিতে পারবেন।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.