Header Ads

বুটলুপ সমস্যা

বুটলুপ সমস্যাঃ বুটলুপ অ্যান্ড্রয়েড এর একটি কমন সমস্যা। তবে এই সমস্যার সহজ সমাধান ও রয়েছে। সাধারনত কাস্টম রম ফ্ল্যাশ করলে অনেক সময় ডিভাইসে বুটলুপ সমস্যাটি দেখা দেয়। তাই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার সময় মনে রাখতে হবে যে, রম ফ্ল্যাশ দেয়ার পর আপনাকে ফোনের ডাটা ওয়াইপ করতে হবে। তা নাহলে আপনার ডিভাইস টি বার বার রিবুট হতে থাকবে। ধরে নিচ্ছি আপনার ডিভাইস টি রুট করা আছে এবং আপনার ডিভাইসে কাস্টম রিকভারি যেমন- ক্লকওয়ার্ক মোড রিকভারি ইন্সটল করা আছে। তাহলে চলুন দেখি আপনার ডিভাইসটি বার বার রিবুট হতে থাকলে কি করবেন
সমাধান: ১) আপনার ডিভাইসটি অফ করে নিন। ২) এবার রিকভারি মোডে যান। রিকভারি মোডে যাওয়ার জন্য বিভিন্ন ডিভাইসে বিভিন্ন বাটন কম্বিনেশন ইউজ করতে হয়। ৩) রিকভারি মোডে উপরে বা নিচে যাওয়ার জন্য সাধারনত ভলিউম বাটন গুলো ব্যবহার করা হয় এবং মেনু গুলোর যে কোন একটি সিলেক্ট করার জন্য পাওয়ার বা হোম বাটন ব্যবহার করা হয়। ৪) রিকভারি মোডে যেয়ে “advanced” সিলেক্ট করুন। এরপর “wipe dalvik cache” সিলেক্ট করে dalvik cache ক্লিয়ার করুন। ৫) তারপর মেইন মেনুতে ফিরে আসুন এবং “wipe data factory reset” করুন। ৬) এরপর মেইন মেনু থেকে “wipe cache partition” সিলেক্ট করে cache partition ক্লিয়ার করুন। ৭) এরপর মেইন মেনু থেকে “reboot system now” দিন। আশা করি এবার আপনার ডিভাইসটি আর রিবুট হবে না।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.