Header Ads

আপনার জিমেইল এর পাসওয়ার্ড জানলেও কেউ এখন আপনার একাউন্টে ঢুকতে পারবে না।

আশা করি সবাই ভাল আছেন।আবারো হাজির হোলাম নতুন টিপস নিয়ে।আজ জিমেইল এর এমন একটা সিকিউরিটি দেখাব যাতে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার একাউন্টে ঢুকতে পারবে না।চলুন শুরু করি।
১)প্রথমে আপনার জিমেইলে লগিন করুন।

  
২)তারপর গুগোলে চলে যান।গুগোলে My Account লিখে সার্চ করুন।প্রথমে যেই লিংকটা আসবে তাতে ক্লিক করুন।স্ক্রিনশট এর মত।

 ৩)তারপর নিচে দেখুন 2-Step Verification আছে।তাতে ক্লিক করুন।
                         
 ৪)তারপর Get Started.


 ৫)তারপর আবার লগিন চাবে লগিন করুন।


৬)আপনার একটা নাম্বার দিয়ে Next এ ক্লিক করুন।


৭)আপনার দেওয়া নাম্বারে একটা verification code যাবে।code টা দিয়ে next এ ক্লিক করুন।


 ৮)তারপর Turn On এ ক্লিক করুন

                          

আপনার কাজ শেষ।এখন কেউ আপনার জিমেইলে ঢুকতে গেলে আপনার ফোনে একটা verification code যাবে।আর ওইটা ছাড়া লগিনও হবে না।


No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.