তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ঃ দ্বিতীয়, পর্বঃশেষ
101. কোন টপোলজি বৃত্তাকার?
সঠিক উত্তর: (গ) রিং টপোলজি
102. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার টপোলজিকে কী বলে?
সঠিক উত্তর: (গ) স্টার টপোলজি
103. কোন টপোলজির নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারেনা?
সঠিক উত্তর: (ক) স্টার টপোলজি
104. স্টার টপোলজির সম্প্রসারিত রুপ কী?
সঠিক উত্তর: (খ) শাখা-প্রশাখা টপোলজি
105. কোন নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হোস্ট কম্পিউটার অপরিহার্য?
সঠিক উত্তর: (গ) স্টার টপোলজি
106. হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি?
সঠিক উত্তর: (খ) ইন্টারনেট
107. ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়-
(i) ফাইবার অপটিক্স
(ii) ক্যাবল
(iii) মডেম
নিচের কোনটি সঠিক?
(i) ফাইবার অপটিক্স
(ii) ক্যাবল
(iii) মডেম
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
108. ডেটা কমিউনিকেশনের উৎস হলো-
(i) কম্পিউটার
(ii) টেলিফোন
(iii) ক্যাবল
নিচের কোনটি সঠিক?
(i) কম্পিউটার
(ii) টেলিফোন
(iii) ক্যাবল
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
109. কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়-
(i) ই-বিজনেস
(ii) তথ্য বিনিময়
(iii) শিক্ষার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
(i) ই-বিজনেস
(ii) তথ্য বিনিময়
(iii) শিক্ষার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
110. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো হচ্ছে-
(i) Asyncronous
(ii) Synchronous
(iii) Isochronous
নিচের কোনটি সঠিক?
(i) Asyncronous
(ii) Synchronous
(iii) Isochronous
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
111. Asynchronous এর সুবিধা হচ্ছে-
(i) বেশি পরিমান ডেটা ট্রান্সফার করা যায়
(ii) সময় কম প্রয়োজন হয়
(iii) খরচ কম লাগে
নিচের কোনটি সঠিক?
(i) বেশি পরিমান ডেটা ট্রান্সফার করা যায়
(ii) সময় কম প্রয়োজন হয়
(iii) খরচ কম লাগে
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: গ. ii ও iii
112. সিনক্রোন ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ঠ্য-
(i) তুলনামূলক খরচ
(ii) তুলনামূলক সহজ
(iii) ট্রেইলার ব্লক ব্যবহারিত হয়
নিচের কোনটি সঠিক?
(i) তুলনামূলক খরচ
(ii) তুলনামূলক সহজ
(iii) ট্রেইলার ব্লক ব্যবহারিত হয়
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: গ. ii ও iii
113. টুইস্টেড পেয়ার ব্যবহৃত হয়-
(i) টেলিফোন নেটওয়ার্কিং-এ
(ii) গ্রাম্য যোগাযোগের ক্ষেত্রে
(iii) ডিশ এন্টেনা
নিচের কোনটি সঠিক?
(i) টেলিফোন নেটওয়ার্কিং-এ
(ii) গ্রাম্য যোগাযোগের ক্ষেত্রে
(iii) ডিশ এন্টেনা
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: খ. i ও iii
114. অপটিক্যাল ফাইবার তৈরীতে ব্যবহৃত হয়-
(i) কাঁচ
(ii) প্লাস্টিক
(iii) ইস্পাত
নিচের কোনটি সঠিক?
(i) কাঁচ
(ii) প্লাস্টিক
(iii) ইস্পাত
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ক. i ও ii
115. Wi-Max এর অংশ-
(i) Wi-Max বেস স্টেশন
(ii) Wi-Max রিসিভার
(iii) Wi-Max ট্রান্সরিসিভার
নিচের কোনটি সঠিক?
(i) Wi-Max বেস স্টেশন
(ii) Wi-Max রিসিভার
(iii) Wi-Max ট্রান্সরিসিভার
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ক. i ও ii
116. Wi-Max এর অংশ -
(i) Wi-Max বাড়ীতে বা মোবাইলে ইন্টারনেটে সংযোগ দিয়ে থাকে
(ii) দূরবর্তী স্থানে ক্ষেত্রে আমরা Wi-Max ব্যবহার করতে পারি
(iii) Wi-Max এ যোগাযোগ সহজ নয়।
নিচের কোনটি সঠিক?
(i) Wi-Max বাড়ীতে বা মোবাইলে ইন্টারনেটে সংযোগ দিয়ে থাকে
(ii) দূরবর্তী স্থানে ক্ষেত্রে আমরা Wi-Max ব্যবহার করতে পারি
(iii) Wi-Max এ যোগাযোগ সহজ নয়।
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ক. i ও ii
117. কয়েকটি সাধারণ নেটওয়ার্ক-
(i) PNA
(ii) MAN
(iii) KAN
নিচের কোনটি সঠিক?
(i) PNA
(ii) MAN
(iii) KAN
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
118. PNA ডিভাইসের উদাহরণ-
(i) ল্যাপটপ
(ii) মডেম
(iii) মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
(i) ল্যাপটপ
(ii) মডেম
(iii) মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: খ. i ও iii
অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৯, ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও:
এস.এম. আলমগীর তা ইংলান্ড প্রবাসী বোন শেখ তাহমিনা আক্তারের সাথে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করে।
119. আলমগীর কর্তৃক ব্যবহৃত ইন্টারনেট কোন ধরনের কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ?
সঠিক উত্তর: তারবিহীন মাধ্যমে
120. সোহেল কোনো ই-মেইল করলে সে কমিউনিকেশন সিস্টেমের কোন উপাদান হবে?
সঠিক উত্তর: প্রেরক
121. আলমগীরের ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের কোন ধরনের উপাদান?
সঠিক উত্তর: ঘ. Medium
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও::
শিক্ষা মন্ত্রাণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অন-লাইনে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্ভোবন করা হলো। উক্ত অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?
122. শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?
সঠিক উত্তর: (গ) শুধুমাত্র নির্দিষ্ট কলেজ
123. উদ্দীপকে যে মোড হিসেবে ডেটা প্রেরণ করা হবে তা হলো-
সঠিক উত্তর: (খ) মাল্টিকাস্ট মোড
নিচের উদ্দীপকটি পড় এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও:
তার, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব উভয়ের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। তবে পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যমে তার হলে অনেক অসুবিধার সম্মুক্ষিন হতে হয়।
124. উদ্দীপকে তারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
(i) অপটিক্যাল ফাইবার
(ii) টুইস্টেড পেয়ার কেবল
(iii) কো-এক্সিয়াল কেবল
নিচের কোনটি সঠিক?
(i) অপটিক্যাল ফাইবার
(ii) টুইস্টেড পেয়ার কেবল
(iii) কো-এক্সিয়াল কেবল
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
125. পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক?
সঠিক উত্তর: ওয়্যারলেস
নিচের উদ্দীপকটি পড় এবং ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি মডেল কলেজে ৫ম তলা বিশিষ্ঠ ভবনে বিভিন্ন তলায় স্থাপিত কম্পিউটারসমূহকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
126. তাদের নেটওয়ার্কটি গড়ে উঠতে পারে?
(i) ক্যাবলের মাধ্যমে
(ii) রেডিও লিংকের মাধ্যমে
(iii) WAN এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(i) ক্যাবলের মাধ্যমে
(ii) রেডিও লিংকের মাধ্যমে
(iii) WAN এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ক. i ও ii
127. তাদের কম্পিউটারগুলো নেটওয়ার্ক করার ফলে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
(i)তথ্য আদান-প্রদান
(ii)ই-মেইল আদান-প্রদান
(iii)প্রিন্টার শেয়ার করা
নিচের কোনটি সঠিক?
(i)তথ্য আদান-প্রদান
(ii)ই-মেইল আদান-প্রদান
(iii)প্রিন্টার শেয়ার করা
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
No comments