Header Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ঃ দ্বিতীয়, পর্বঃশেষ

101. কোন টপোলজি বৃত্তাকার?
(ক) হাইব্রিড টপোলজি
(খ) স্টার টপোলজি
(গ) রিং টপোলজি
(ঘ) ট্রি টপোলজি

সঠিক উত্তর: (গ) রিং টপোলজি


102. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার টপোলজিকে কী বলে?
(ক) বাস টপোলজি
(খ) রিং টপোলজি
(গ) স্টার টপোলজি
(ঘ) ট্রি টপোলজি

সঠিক উত্তর: (গ) স্টার টপোলজি


103. কোন টপোলজির নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারেনা?
(ক) স্টার টপোলজি
(খ) রিং টপোলজি
(গ) শংকর টপোলজি
(ঘ) শাখা-প্রশাখা টপোলজি

সঠিক উত্তর: (ক) স্টার টপোলজি


104. স্টার টপোলজির সম্প্রসারিত রুপ কী?
(ক) রিং টপোলজি
(খ) শাখা-প্রশাখা টপোলজি
(গ) বাস টপোলজি
(ঘ) ট্রি টপোলজি

সঠিক উত্তর: (খ) শাখা-প্রশাখা টপোলজি


105. কোন নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হোস্ট কম্পিউটার অপরিহার্য?
(ক) বাস টপোলজি
(খ) রিং টপোলজি
(গ) স্টার টপোলজি
(ঘ) পরস্পর সম্পর্কযুক্ত টপোলজি

সঠিক উত্তর: (গ) স্টার টপোলজি


106. হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি?
(ক) মডেম
(খ) ইন্টারনেট
(গ) সার্ভার
(ঘ) মোবাইল ফোন

সঠিক উত্তর: (খ) ইন্টারনেট


107. ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়-
(i) ফাইবার অপটিক্স
(ii) ক্যাবল
(iii) মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii


108. ডেটা কমিউনিকেশনের উৎস হলো-
(i) কম্পিউটার
(ii) টেলিফোন
(iii) ক্যাবল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii


109. কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়-
(i) ই-বিজনেস
(ii) তথ্য বিনিময়
(iii) শিক্ষার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii


110. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো হচ্ছে-
(i) Asyncronous
(ii) Synchronous
(iii) Isochronous
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii


111. Asynchronous এর সুবিধা হচ্ছে-
(i) বেশি পরিমান ডেটা ট্রান্সফার করা যায়
(ii) সময় কম প্রয়োজন হয়
(iii) খরচ কম লাগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ. ii ও iii


112. সিনক্রোন ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ঠ্য-
(i) তুলনামূলক খরচ
(ii) তুলনামূলক সহজ
(iii) ট্রেইলার ব্লক ব্যবহারিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ. ii ও iii


113. টুইস্টেড পেয়ার ব্যবহৃত হয়-
(i) টেলিফোন নেটওয়ার্কিং-এ
(ii) গ্রাম্য যোগাযোগের ক্ষেত্রে
(iii) ডিশ এন্টেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: খ. i ও iii


114. অপটিক্যাল ফাইবার তৈরীতে ব্যবহৃত হয়-
(i) কাঁচ
(ii) প্লাস্টিক
(iii) ইস্পাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i ও ii


115. Wi-Max এর অংশ-
(i) Wi-Max বেস স্টেশন
(ii) Wi-Max রিসিভার
(iii) Wi-Max ট্রান্সরিসিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i ও ii


116. Wi-Max এর অংশ -
(i) Wi-Max বাড়ীতে বা মোবাইলে ইন্টারনেটে সংযোগ দিয়ে থাকে
(ii) দূরবর্তী স্থানে ক্ষেত্রে আমরা Wi-Max ব্যবহার করতে পারি
(iii) Wi-Max এ যোগাযোগ সহজ নয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i ও ii


117. কয়েকটি সাধারণ নেটওয়ার্ক-
(i) PNA
(ii) MAN
(iii) KAN
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii


118. PNA ডিভাইসের উদাহরণ-
(i) ল্যাপটপ
(ii) মডেম
(iii) মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: খ. i ও iii


অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৯, ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও:
এস.এম. আলমগীর তা ইংলান্ড প্রবাসী বোন শেখ তাহমিনা আক্তারের সাথে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করে।
119. আলমগীর কর্তৃক ব্যবহৃত ইন্টারনেট কোন ধরনের কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ?
 তার মাধ্যমে
তারবিহীন মাধ্যমে
 টেলিফোন
 ধাতব

সঠিক উত্তর: তারবিহীন মাধ্যমে


120. সোহেল কোনো ই-মেইল করলে সে কমিউনিকেশন সিস্টেমের কোন উপাদান হবে?
 প্রেরক
প্রাপক
 প্রটোকল
 গন্তব্য

সঠিক উত্তর: প্রেরক


121. আলমগীরের ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের কোন ধরনের উপাদান?
 ক. Protocol
খ. Destination
 গ. Receiver
 ঘ. Medium

সঠিক উত্তর: ঘ. Medium


নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও::
শিক্ষা মন্ত্রাণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অন-লাইনে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্ভোবন করা হলো। উক্ত অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?
122. শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?
 (ক) ঢাকা শহরের সকল কলেজের
(খ) রাজশাহী বোর্ডের কলেজর
  (গ) শুধুমাত্র নির্দিষ্ট কলেজ
  (ঘ) নেটওয়ার্কের অধীনের সকল কলেজ

সঠিক উত্তর: (গ) শুধুমাত্র নির্দিষ্ট কলেজ


123. উদ্দীপকে যে মোড হিসেবে ডেটা প্রেরণ করা হবে তা হলো-
 (ক) ইউনিকস্ট মোড
(খ) মাল্টিকাস্ট মোড
 (গ) ব্রডকাস্ট মোড
 (ঘ) হাফ ডুপ্লেক্স মোড

সঠিক উত্তর: (খ) মাল্টিকাস্ট মোড


নিচের উদ্দীপকটি পড় এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও:
তার, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব উভয়ের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। তবে পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যমে তার হলে অনেক অসুবিধার সম্মুক্ষিন হতে হয়।
124. উদ্দীপকে তারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
(i) অপটিক্যাল ফাইবার
(ii) টুইস্টেড পেয়ার কেবল
(iii) কো-এক্সিয়াল কেবল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii


125. পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক?
 কো-এক্সিয়াল
অপটিক্যাল ফাইবার
 ওয়্যারলেস
 টুইস্টেড পেয়ার

সঠিক উত্তর: ওয়্যারলেস


নিচের উদ্দীপকটি পড় এবং ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি মডেল কলেজে ৫ম তলা বিশিষ্ঠ ভবনে বিভিন্ন তলায় স্থাপিত কম্পিউটারসমূহকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
126. তাদের নেটওয়ার্কটি গড়ে উঠতে পারে?
(i) ক্যাবলের মাধ্যমে
(ii) রেডিও লিংকের মাধ্যমে
(iii) WAN এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i ও ii


127. তাদের কম্পিউটারগুলো নেটওয়ার্ক করার ফলে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
(i)তথ্য আদান-প্রদান
(ii)ই-মেইল আদান-প্রদান
(iii)প্রিন্টার শেয়ার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.