Header Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ঃ দ্বিতীয়, পর্বঃ২

51. কোনটি ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগের পদ্ধতি-
(ক) WWAN
(খ) WMAN
(গ) WPAN
(ঘ) WLAN

সঠিক উত্তর: গ) WPAN


52. কয়েকটি wireless LAN মিলে নিম্নের কোনটি গঠিত হয়?
(ক) WWAN
(খ) WMAN
(গ) WPAN
(ঘ) WLAN

সঠিক উত্তর: (খ) WMAN


53. কোনটিতে Wi-Max প্রযুক্তি ব্যবহার করা হয়?
(ক) WWAN
(খ) WMAN
(গ) WPAN
(ঘ) WLAN

সঠিক উত্তর: (খ) WMAN


54. দূরে গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যে বিভিন্ন বিপর্যয় পর্যবেক্ষন কাজ- এ নিম্নের কোনটির ব্যবহার করা হয়?
(ক) রেডিও ওয়েভ
(খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ
(গ) টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
(ঘ) ওয়্যারলেস

সঠিক উত্তর: (খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ


55. বর্তমানে মোবইল ফোনে ওয়্যারলেস প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
(ক) ওয়াই-ফাই
(খ) তার মাধ্যমে
(গ) অপটিক্যাল ফাইবার
(ঘ) কো-এক্সিয়াল

সঠিক উত্তর: (ক) ওয়াই-ফাই


56. LMR-এর পূর্ণরুপ কী?
(ক) Local Mobile Radio
(খ) Local Mobile Resister
(গ) Land Mobile Radio
(ঘ) Local Mbality Radio

সঠিক উত্তর: (গ) Land Mobile Radio


57. SMR- এর পূর্ণরুপ কী?
(ক) Specialized Mobile Radio
(খ) Speed Mobile Radio
(গ) Special Mobile Radio
(ঘ) Social Mobile Radio

সঠিক উত্তর: (ক) Specialized Mobile Radio


58. গাড়ির চালকের গতিবিধি বা কোথায় রয়েছে তা জানার উপায় কোনটি?
(ক) জিপিএস
(খ) মোবাইল
(গ) ফেসবুক
(ঘ) ব্লুটুথ

সঠিক উত্তর: (ক) জিপিএস


59. WAN- এর পূর্ণরুপ কী?
(ক) World Area Network
(খ) Wide Area Network
(গ) World After Network
(ঘ) World After Nature

সঠিক উত্তর: খ) Wide Area Network


60. ড. মার্টিন কুপার যে মোবাইলটি ১৯৭৩ সালে সর্ব প্রথম প্রদর্শন করেন তার ওজন কত ছিল?
২৫০ কেজি
৫.০০ গ্রাম
১ কেজি
১.৫ কেজি

সঠিক উত্তর: বিট


61. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরী হয়?
(ক) PAN
(খ) LAN
(গ) WAN
(ঘ) MAN

সঠিক উত্তর: (ক) PAN


62. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?
(ক) টেলিকম
(খ) হার্ড এল্ড্রিসন
(গ) এরিকসন
(ঘ) আইবিএম

সঠিক উত্তর: (গ) এরিকসন


63. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৯৪ সালে
(গ) ১৯৬২ সালে
(ঘ) ২০০৪ সালে

সঠিক উত্তর: (খ) ১৯৯৪ সালে


64. Bluetooth Special interest group এর সদস্য কত?
(ক) প্রায় ১৭০০০
(খ) প্রায় ১২০০০
(গ) প্রায় ২০০০০
(ঘ) প্রায় ২৫০০০

সঠিক উত্তর: (ক) প্রায় ১৭০০০


65. দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগের পদ্ধতিকে কী বলে?
(ক) মোবাইল ফোন
(খ) কম্পিউটার
(গ) ওয়্যারলেস কমিউনিশেন
(ঘ) স্মার্টফোন

সঠিক উত্তর: (গ) ওয়্যারলেস কমিউনিশেন


66. নিম্নশক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবহন করতে সক্ষম যে যন্ত্র তার নাম-
(ক) ইনফ্রারেড
(খ) ব্লুটুথ
(গ) মোবাইল ফোন
(ঘ) রেডিও

সঠিক উত্তর: (খ) ব্লুটুথ


67. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে?
(ক) 10cm-10m
(খ) 1km-10km
(গ) 10m-20m
(ঘ) 10cm-40m

সঠিক উত্তর: (ক) 10cm-10m0m


68. ব্লুটুথের ফলে কোন নেটওয়ার্ক তৈরী হয়?
(ক) PAN
(খ) LAN
(গ) WAN
(ঘ) MAN

সঠিক উত্তর: (ক) PAN


69. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?
(ক) টেলিকম
(খ) হার্ড এন্ড্রিসন
(গ) এরিকসন
(ঘ) টেলিকম এরিকসন

সঠিক উত্তর: (গ) এরিকসন


70. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?
(ক) ১৯৮০
(খ) ১৯৯৪
(গ) ১৯৬২
(ঘ) ২০০৪

সঠিক উত্তর: (খ) ১৯৯৪


71. লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে-
ক. অফিসভিত্তিক নেটওয়ার্ক
খ. রুমভিত্তিক নেটওয়ার্ক
গ. জেলাভিত্তিক নেটওয়ার্ক
ঘ. বিভাগীয় নেটওয়ার্ক

সঠিক উত্তর: ক. অফিসভিত্তিক নেটওয়ার্ক


72. Wi-fi- এর স্ট্যান্ডার্ড হচ্ছে-
(ক) IEEE 80.211
(খ) IEE 802.11
(গ) IEEE 802.11
(ঘ) IEE 80.211

সঠিক উত্তর: গ) IEEE 802.11


73. IEEE এর পূর্ণরুপ কী?
(ক) Institute of Electrical and Electronics Engineers
(খ) Institute of Electrical and Electronics Engineers
(গ) Impact of Electrical and Electronics Engineers
(ঘ) Institute of Electrical and Electronics Engineers

সঠিক উত্তর: (খ) Institute of Electrical and Electronics Engineers


৭৪. (ক)২ (খ)৩ (গ)৪ (ঘ)৫
74. Wi-Max এর প্রধান অংশ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি

সঠিক উত্তর: ৩টি


75. ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত কোনটি?
(ক) Wi-Max রিসিভার
(খ) Max বেস স্টেশন
(গ) Wi-Max বেস স্টেশন
(ঘ) Wi-Fi রিসিভার

সঠিক উত্তর: গ) Wi-Max বেস স্টেশন


76. Wi-Max নেটওয়ার্কে ১০ কিলোমিটারের মধ্যে গতি কত?
(ক) 1 mbps
(খ) 20 gbps
(গ) 10 mbps
(ঘ) 2 gbps

সঠিক উত্তর: গ) 10 mbps


77. বাংলাদেশে কে প্রথম ওয়াইমাক্স সুবিধা প্রদান করেন?
(ক) Banglalion
(খ) Ollo
(গ) Qubee
(ঘ) Augure

সঠিক উত্তর: গ) Qubee


78. ওয়াই-মাক্স এর ডেটা প্রবাহের হার কত?
(ক) ১০ মেগাবাইট/সেকেন্ড
(খ) ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড
(গ) ৬০ মেগাবাইট/সেকেন্ড
(ঘ) ১ মেগাবাইট/সেকেন্ড

সঠিক উত্তর: খ) ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড


79. ২০১১ সালে স্থির স্টেশনগুলোতে তথ্য ট্রান্সমিশনের হার সেকেন্ডে কত করা হয়েছে?
(ক) ১ জিবি
(খ) ৫১২ এমবি
(গ) ২ জিবি
(ঘ) ২৫৬ এমবি

সঠিক উত্তর: (ক) ১ জিবি


80. কোন প্রজন্মের মোবাইল সিস্টেমে NMT ব্যবহার শুরু হয়?
(ক) ১ম প্রজন্ম
(খ) ২য় প্রজন্ম
(গ) ৩য় প্রজন্ম
(ঘ) ৪র্থ প্রজন্ম

সঠিক উত্তর: (ক) ১ম প্রজন্ম


81. ব্যাংকের শাখা অফিসের মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক পদ্ধতি গড়ে উঠে সেই নেটওয়ার্কের নাম কী?
(ক) MAN
(খ) LAN
(গ) PAN
(ঘ) CAN

সঠিক উত্তর: ক) MAN


82. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্যে কোন হার্ডওয়ার ব্যবহার করা হয়?
(ক) হাব
(খ) রাউটার
(গ) সুইচ
(ঘ) নিক

সঠিক উত্তর: (খ) রাউটার


83. NTTC সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে-
(ক) প্রথম প্রজন্মে
(খ) তৃতীয় প্রজন্মে
(গ) দ্বিতীয় প্রজন্মে
(ঘ) চতুর্থ প্রজন্মে

সঠিক উত্তর: (গ) দ্বিতীয় প্রজন্মে


84. দ্বিতীয় প্রজন্ম হলো-
(ক) নেটওয়ার্ক
(খ) ইনফ্রারেড
(গ) তারবিহীন নেটওয়ার্ক
(ঘ) ব্লুটুথ

সঠিক উত্তর: (ঘ) ব্লুটুথ


85. কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থায় যুক্ত হয়-
(ক) দুটি কম্পিউটার
(খ) দুই বা ততোধিক কম্পিউটার
(গ) একটির সাথে অন্যটি
(ঘ) তিনটি কম্পিউটার

সঠিক উত্তর: (খ) দুই বা ততোধিক কম্পিউটার


86. নেটওয়ার্ক হলো-
(ক) কম্পিউটারে তথ্য সংরক্ষন করা
(খ) ডাক যোগাযোগ
(গ) কম্পিউটারের আন্তঃসংযোগ
(ঘ) কম্পিউটারে তথ্য বিন্যাস

সঠিক উত্তর: (গ) কম্পিউটারের আন্তঃসংযোগ


87. সর্বনিম্ন কয়টি কম্পিউটারের মধ্যে ক্যাবল যুক্ত করে নেটওয়ার্কিং করা যায়?
২টি
৩টি
৪টি
৫টি

সঠিক উত্তর: ২টি


88. নিচের কোনটি নেটওয়ার্ক শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়?
(ক) হার্ডওয়ার ও সফটওয়ার
(খ) তথ্য বিনিময় ও সফটওয়ার
(গ) তথ্য বিনিময় ও হার্ডওয়ার
(ঘ) তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার

সঠিক উত্তর: (ঘ) তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার


89. নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরস্পরের মধ্যে কম্পিউটার--- কে ভাগাভাগি করে ব্যবহার করা।
(ক) কম্পিউটার
(খ) রিসোর্স
(গ) মডেম
(ঘ) সার্ভার

সঠিক উত্তর: খ) রিসোর্স


90. PAN নেটওয়ার্ক তৈরী করা যায়-
(ক) বাড়ি, অফিস, গাড়ি
(খ) বাড়ী. অফিস, জেলা
(গ) বাড়ি, গাড়ি, শহর
(ঘ) অফিস, কলেজ, অন্যদেশ

সঠিক উত্তর: (ক) বাড়ি, অফিস, গাড়ি


91. LAN WAN সাধারণত গড়ে উঠে--- সীমানার মধ্যে।
(ক) ১০ কিঃমিঃ
(খ) ১ কিঃমিঃ
(গ) ১০০ মিঃ
(ঘ) ১০০ কিঃমিঃ

সঠিক উত্তর: (গ) ১০০ মিঃ


92. LAN ও MAN নিয়ে গঠিত হয়-
(ক) WAN
(খ) PAN
(গ) CAN
(ঘ) VAN

সঠিক উত্তর: ক) WAN


93. লোকাল এরিয়া নেটওয়ার্ক --
(ক) খুব কাছাকাছি নয় এরুপ কম্পিউটারের মধ্যে
(খ) খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারের মধ্যে
(গ) কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ
(ঘ) পাশাপাশি দেশের কম্পিউটারের মধ্যে

সঠিক উত্তর: গ) কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ


94. NIC এর পূর্ণরুপ কী?
(ক) Network Net Card
(খ) Network Interface Card
(গ) Neutal Interface Card
(ঘ) New International Card

সঠিক উত্তর: (খ) Network Interface Card


95. হাবের গতি অপেক্ষা সুইচের গতি-
(ক) কম
(খ) অনেক বেশি
(গ) বেশি
(ঘ) সমান

সঠিক উত্তর: (ক) কম


96. অধিক ক্ষমতাযুক্ত হাব কে কী বলে?
(ক) কম মেধাযুক্ত হাব
(খ) বুদ্ধিমান হাব
(গ) বোকা হাব
(ঘ) চালাক হাব

সঠিক উত্তর: (খ) বুদ্ধিমান হাব


97. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
(ক) রাউটার
(খ) ব্রাউটার
(গ) রাউটিং
(ঘ) হাব

সঠিক উত্তর: (গ) রাউটিং


98. রাউটিং এর জন্য যে হার্ডওয়ার ব্যবহার করা হয় তাকে কী বলে?
(ক) ব্রাউটার
(খ) রাউটার
(গ) গেটওয়ে
(ঘ) হাব

সঠিক উত্তর: (খ) রাউটার


99. কোনো ব্যবহারকারী নেটওয়ার্কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে নিচের কোনটি ব্যবহার করতে পারবে?
(ক) ফটোকপিয়ার
(খ) টেলিফোন
(গ) স্ক্যানার
(ঘ) মোবাইল

সঠিক উত্তর: (গ) স্ক্যানার


100. নেটওয়ার্ক ফাংশনের প্রধান কাজ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি

সঠিক উত্তর: ৩টি

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.