তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ঃ দ্বিতীয়, পর্বঃ২
51. কোনটি ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগের পদ্ধতি-
সঠিক উত্তর: গ) WPAN
52. কয়েকটি wireless LAN মিলে নিম্নের কোনটি গঠিত হয়?
সঠিক উত্তর: (খ) WMAN
53. কোনটিতে Wi-Max প্রযুক্তি ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: (খ) WMAN
54. দূরে গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যে বিভিন্ন বিপর্যয় পর্যবেক্ষন কাজ- এ নিম্নের কোনটির ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: (খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ
55. বর্তমানে মোবইল ফোনে ওয়্যারলেস প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
সঠিক উত্তর: (ক) ওয়াই-ফাই
56. LMR-এর পূর্ণরুপ কী?
সঠিক উত্তর: (গ) Land Mobile Radio
57. SMR- এর পূর্ণরুপ কী?
সঠিক উত্তর: (ক) Specialized Mobile Radio
58. গাড়ির চালকের গতিবিধি বা কোথায় রয়েছে তা জানার উপায় কোনটি?
সঠিক উত্তর: (ক) জিপিএস
59. WAN- এর পূর্ণরুপ কী?
সঠিক উত্তর: খ) Wide Area Network
60. ড. মার্টিন কুপার যে মোবাইলটি ১৯৭৩ সালে সর্ব প্রথম প্রদর্শন করেন তার ওজন কত ছিল?
সঠিক উত্তর: বিট
61. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরী হয়?
সঠিক উত্তর: (ক) PAN
62. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?
সঠিক উত্তর: (গ) এরিকসন
63. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?
সঠিক উত্তর: (খ) ১৯৯৪ সালে
64. Bluetooth Special interest group এর সদস্য কত?
সঠিক উত্তর: (ক) প্রায় ১৭০০০
65. দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগের পদ্ধতিকে কী বলে?
সঠিক উত্তর: (গ) ওয়্যারলেস কমিউনিশেন
66. নিম্নশক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবহন করতে সক্ষম যে যন্ত্র তার নাম-
সঠিক উত্তর: (খ) ব্লুটুথ
67. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে?
সঠিক উত্তর: (ক) 10cm-10m0m
68. ব্লুটুথের ফলে কোন নেটওয়ার্ক তৈরী হয়?
সঠিক উত্তর: (ক) PAN
69. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?
সঠিক উত্তর: (গ) এরিকসন
70. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?
সঠিক উত্তর: (খ) ১৯৯৪
71. লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে-
সঠিক উত্তর: ক. অফিসভিত্তিক নেটওয়ার্ক
72. Wi-fi- এর স্ট্যান্ডার্ড হচ্ছে-
সঠিক উত্তর: গ) IEEE 802.11
73. IEEE এর পূর্ণরুপ কী?
সঠিক উত্তর: (খ) Institute of Electrical and Electronics Engineers
৭৪. (ক)২ (খ)৩ (গ)৪ (ঘ)৫
74. Wi-Max এর প্রধান অংশ কয়টি?
সঠিক উত্তর: ৩টি
75. ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত কোনটি?
সঠিক উত্তর: গ) Wi-Max বেস স্টেশন
76. Wi-Max নেটওয়ার্কে ১০ কিলোমিটারের মধ্যে গতি কত?
সঠিক উত্তর: গ) 10 mbps
77. বাংলাদেশে কে প্রথম ওয়াইমাক্স সুবিধা প্রদান করেন?
সঠিক উত্তর: গ) Qubee
78. ওয়াই-মাক্স এর ডেটা প্রবাহের হার কত?
সঠিক উত্তর: খ) ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড
79. ২০১১ সালে স্থির স্টেশনগুলোতে তথ্য ট্রান্সমিশনের হার সেকেন্ডে কত করা হয়েছে?
সঠিক উত্তর: (ক) ১ জিবি
80. কোন প্রজন্মের মোবাইল সিস্টেমে NMT ব্যবহার শুরু হয়?
সঠিক উত্তর: (ক) ১ম প্রজন্ম
81. ব্যাংকের শাখা অফিসের মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক পদ্ধতি গড়ে উঠে সেই নেটওয়ার্কের নাম কী?
সঠিক উত্তর: ক) MAN
82. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্যে কোন হার্ডওয়ার ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: (খ) রাউটার
83. NTTC সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে-
সঠিক উত্তর: (গ) দ্বিতীয় প্রজন্মে
84. দ্বিতীয় প্রজন্ম হলো-
সঠিক উত্তর: (ঘ) ব্লুটুথ
85. কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থায় যুক্ত হয়-
সঠিক উত্তর: (খ) দুই বা ততোধিক কম্পিউটার
86. নেটওয়ার্ক হলো-
সঠিক উত্তর: (গ) কম্পিউটারের আন্তঃসংযোগ
87. সর্বনিম্ন কয়টি কম্পিউটারের মধ্যে ক্যাবল যুক্ত করে নেটওয়ার্কিং করা যায়?
সঠিক উত্তর: ২টি
88. নিচের কোনটি নেটওয়ার্ক শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: (ঘ) তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার
89. নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরস্পরের মধ্যে কম্পিউটার--- কে ভাগাভাগি করে ব্যবহার করা।
সঠিক উত্তর: খ) রিসোর্স
90. PAN নেটওয়ার্ক তৈরী করা যায়-
সঠিক উত্তর: (ক) বাড়ি, অফিস, গাড়ি
91. LAN WAN সাধারণত গড়ে উঠে--- সীমানার মধ্যে।
সঠিক উত্তর: (গ) ১০০ মিঃ
92. LAN ও MAN নিয়ে গঠিত হয়-
সঠিক উত্তর: ক) WAN
93. লোকাল এরিয়া নেটওয়ার্ক --
সঠিক উত্তর: গ) কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ
94. NIC এর পূর্ণরুপ কী?
সঠিক উত্তর: (খ) Network Interface Card
95. হাবের গতি অপেক্ষা সুইচের গতি-
সঠিক উত্তর: (ক) কম
96. অধিক ক্ষমতাযুক্ত হাব কে কী বলে?
সঠিক উত্তর: (খ) বুদ্ধিমান হাব
97. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
সঠিক উত্তর: (গ) রাউটিং
98. রাউটিং এর জন্য যে হার্ডওয়ার ব্যবহার করা হয় তাকে কী বলে?
সঠিক উত্তর: (খ) রাউটার
99. কোনো ব্যবহারকারী নেটওয়ার্কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে নিচের কোনটি ব্যবহার করতে পারবে?
সঠিক উত্তর: (গ) স্ক্যানার
100. নেটওয়ার্ক ফাংশনের প্রধান কাজ কয়টি?
সঠিক উত্তর: ৩টি
No comments