Header Ads

কবি এবং কবিতা


কবি এবং কবিতা


কবিতা কি? 
কবি যা লিখে তাই কি কবিতা? 
নাকি যা লিখলে মানুষ কবি হয় তাই কবিতা? 
ধর্মগ্রন্থ কি কাব্যগ্রন্থ নয়? 
ঈশ্বরও তো তবে কবি। 
কবিতা কি? 
প্রেমিক তার হৃদয় এর অন্তস্থল থেকে তার প্রিয়তমাকে যা বলে তাই কবিতা। 
তবে প্রতিটা প্রেমিকই কবি। 
কবিতা কি? 
বাবা-মা তাদের সন্তানকে যে রুপকথার গল্প শোনায়,তাও কবিতা। 
তাই প্রতিটি বাবা-মা ই কবি। 
কবিতা কি? 
বজ্রকন্ঠে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, 
শোষনের বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি কন্ঠ নতুন কবিতা, 
রাজপথের ওই মুষ্টিবদ্ধ হাত এক একটি কবিতা, 
রাইফেলের গর্জে ওঠা প্রত্যেকটি শব্দ,ছন্দ কবিতা। 
তাই প্রতিটি স্বাধীনতাকামী মানুষই কবি। 
কবিরা ভীরু,কাপুরুষ নয়, 
কবিতাও কোনো বেশ্যার তলপেটে জন্ম নেওয়া সমাজের তথাকথিত জারজ সন্তান নয়। 
প্রতিটি সত্য শব্দই কবিতা, 
ক্ষুধার্থের অার্তচিৎকার করুণ কবিতা, 
ধনীর বিলাসিতা তীব্র করুণ কবিতা, 
নারীর অসহায়ত্ব কবিতা, 
মজুরের ঘাম এক রক্তাক্ত কবিতা, 
কবি আমরা সবাই, 
মানুষ প্রতি মুহূর্তেই স্বীয় জীবনের কবিতা লিখছে!

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.