Header Ads

৮ বলে ১৮ নট আউট সাকিব!

প্রথম এবং শেষ সেশনে বারবারই ব্যাটিং ধস নামে বাংলাদেশের। শততম টেস্টেও সেই পরিচিত দৃশ্য। শেষ বিকালে এসে আবারও ব্যাটিং ধস।

বিনা উইকেটে ৯৫, এক উইকেটে ১৩০ এবং ২ উইকেটে ১৯২ ।নিমিষেই তা হয়ে গেল ৫ উইকেটে ১৯৮। মানে ৬ রান তুলতেই তিন উইকেট হাওয়া হয়ে গেল বাংলাদেশের। কলম্বো টেস্টের চিত্র্যপটের আকস্মিক পরিবর্তন।

টপাটপ উইকেট হারিয়ে যখন দারুণ চাপে বাংলাদেশ. তখন ব্যাট করতে নেমে ঠিক টি-২০ স্টাইলে শুরু করেন সাকিব আল হাসান। প্রায় প্রতিটা বলেই চড়াও হন তিনি।

উইকেটে টিতে থেকে দিনের কটা ওভার কাটিয়ে দেওয়ার পরিবর্তে আক্রমণাত্মক মেজাজে আবির্ভূত হন সাকিব। তিন চারে ৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।

সাকিব যখন মারমুখী ভুমিকায়, তখন উইকেট অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিবের টেস্ট মেজাজ বিরুদ্ধ ব্যাটিংয়ে মনে হচ্ছিলো সম্মতি ছিল বাংলাদেশ অধিনায়কের।

মুশফিক নিজে অবশ্য মাথাটা পুরোপুরি ঠাণ্ডাই রেখেছিলেন। সাকিবের মারমুখী ব্যাটিংকে বাহাবা দিলেও তিনি নিজে খেলেন দেখেশুনে । ৭ বলে মুশফিক রয়েছেন ২ রানে অপরাজিত।

প্রথম দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে রান ৫ উইকেটে ২১৪। প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনও ১২৪ রানে এগিয়ে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের হাতে রয়েছে পাঁচ উইকেট।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.