Header Ads

wifi অ্যাডাপ্টার ছারাই পিসিতে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করুন

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি। আজকে আমি আপনাদের দেখাব কি ভাবে ওয়াইফাই adapter ছাড়া পিসিতে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করবেন। এই কাজের জন্য আপনার অবশ্যি আপনার ১ টি android মোবাইল থাকতে হবে।
প্রথমে আপনার আশে পাশের যে ওয়াইফাই আছে সেটাতে আপনার মোবাইল কানেক্ট করুন। এবার আপনার মোবাইল টা ইউএসবি ক্যবল এর মাধ্যমে পিসি তে কানেক্ট করুন।
এবার পর্যায়ক্রমে করতে থাকেন প্রথমে মোবাইল এর setting এ যান সেখান থেকে wireless & network এর পরে more এ ক্লিক করুন তারপর tetharing & hotspot সেখান থেকে usb tethering এনাবল করুন। এখন দেখবেন আপনার পিসিতে usb driver ইন্সটল হইতেছে। যদি আপনার পিসিতে আগে থেকে ড্রাইভার ইন্সটল না থেকে তাহলে ইন্সটল করে নিতে হবে।
samsung হলে স্যামসাঙ ড্রাইভার MTK হলে USB Vcom অথবা cynus mobiestel adb ড্রাইভার ইন্সটল করে নিতে হবে। ড্রাইভার ইন্সটল হয়ে গেলে আপনি ওয়াইফাই কে আপনার মোবাইল এর মাধ্যমে পিসিতে ব্যবহার করতে পারবেন

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.