Header Ads

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে গতবছর বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে। ওই ম্যাচে ২৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের এটিই একমাত্র জয়।

আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজ শুরু হওয়ার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান সম্পর্কে জেনে নেয়া যাক।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান

বাংলাদেশ:

মোট ম্যাচ: ৫টি

জয়: ১টি

হার: ৪টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ১৮১/৭

দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৮৩

ব্যক্তিগত সর্বোচ্চ রান: সাব্বির রহমান-১০৬ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: সাব্বির রহমান-৮০ রান

বেশি হাফ সেঞ্চুরি: এনামুল হক বিজয়-১টি ও সাব্বির রহমান-১টি

সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান-৬টি

বেশি ডিসমিসাল: মুশফিকুর রহিম-২টি



শ্রীলঙ্কা:

মোট ম্যাচ: ৫টি

জয়: ৪টি

হার: ১টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ১৯৮/৫

দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ১২৩/৭

ব্যক্তিগত সর্বোচ্চ রান: কুসল পেসেরা-১৪৯ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: কুসল পেসেরা-৬৪ রান

বেশি হাফ সেঞ্চুরি: কুসল পেরেরা-২টি

সর্বোচ্চ উইকেট: লাসিথ মালিঙ্গা-৬টি

বেশি ডিসমিসাল: দিনেশ চান্দিমাল-১টি ও কুমার সাঙ্গাকারা-১টি

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.