Header Ads

ভ্যালেনটাইনস ডে’তে বদলে যাবে ফেসবুক

উৎসবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি রঙ্গীন হয়ে যায়। ভ্যালেনটাইনস ডে সামনে রেখে ইতিমধ্যেই গুগল তাদের চেহারা বদলে ফেলেছে ডুডলের মাধ্যমে। এবার ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য একটু অন্যরকম আয়োজন করছে ফেসবুকও।
ভ্যালেন্টাইনের আগের দিন থেকেই নিউজ ফিডে মেসেজ আসবে পপ আপ আকারে। সেখানে ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে’ জানানো হবে। এখানে পাওয়া যাবে বিভিন্নরকম ভার্চুয়াল কার্ড। এসব কার্ড পাঠানো যাবে বন্ধু ও প্রেমিক অথবা প্রেমিকাকে।
ফেসবুক জানিয়েছে, এই কার্ডগুলো নিউ ইয়র্ক এবং লন্ডনের শিল্পীদের একটি দল ডিজাইন করেছে। এমনকি যারা এই বিশেষ দিনটিকে নিয়ে নেতিবাচক ভাবনা ভাবেন, তারাও যথেষ্ট আগ্রহী হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। তবে, গত বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি মানুষ ফেসবুকে ব্যস্ত ছিলেন। ভালোবাসার এই দিনটিকে তাই বিশেষ গুরুত্বের পালণের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
সূত্র: স্যোশাল টাইমস

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.