Header Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায়ঃপ্রথম।বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। (পর্বঃ৫)

101. বর্তমানে যত মহাকাশযান তৈরী হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কী দ্বারা -
ক. রোবট
খ. কম্পিউটার
গ. ক্যালকুটের
ঘ. স্ক্যানার

উত্তর: খ. কম্পিউটার


102. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. রোবাটিক
গ. ইনফরমেশন
ঘ. ইন্টারনেট

উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি


103. আর্টিফিশিয়াল রিয়েলিটি শ্বদগুচ্ছ আমাদের সামনে প্রথম তুলে ধরেন কে?
ক. মাইরন ক্রুইজার
খ. আইনস্টাইন
গ. স্টিফিন হকিং
ঘ. বিল গেটস

উত্তর: ক. মাইরন ক্রুইজার


104. ব্যবহারকারীকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি-
ক. টেলিভিশন রিয়েলিটি
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. কম্পিউটার রিয়েলিটি
ঘ. ভার্চুয়াল ভিজুলিটি

উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি


105. কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরী করতে পারে কোনটি?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. টেলিভিশন রিয়েলিটি
গ. কম্পিউটার রিয়েলিটি
ঘ. ভার্চুয়াল ভিজুলিটি

উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি


106. ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবচেয়ে বেশী লক্ষনীয় কোন ক্ষেত্রে?
ক. খেলাধুলায়
খ. চলচ্চিত্রে
গ. ব্যাংকিং সেবায়
ঘ. প্রশিক্ষনে

উত্তর: চলচ্চিত্রে


107. একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে উপহার দিয়েছে নতুন এক যুগ তা কি?
ক. তথ্য যুগ
খ. মোবাইল
গ. কম্পিউটার যুগ
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

উত্তর: ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


108. E -mail এর পূর্ন রূপ কি?
ক. Eleatric Mail
খ. Electronic Mail box
গ. Electrion Mail
ঘ. Electronic Mail

উত্তর: ঘ. Electronic Mail


109. ই মেইল ঠিকানার পরের অংশটিকে কী বলে?
ক. ডোমেন নেম
খ. ইউজার নেম
গ. ডোমেইন এলাকা
ঘ. ডোমেইন

উত্তর: গ. ডোমেইন এলাকা


110. ই মেইল অ্যাড্রেসের অংশ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

উত্তর: ক. ২টি


111. GIS এর পূর্ন রূপ কোনটি ?
ক. Graph information system
খ. Gepgraphic Instruction
গ. Geographic information system
ঘ. Geograph instant system

উত্তর: গ. Geographic information system


112. নিচের কোনটির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা ভাবনা হয়?
ক. কম্পিউটার
খ. সফটওয়ার
গ. মানুষ
ঘ. বুদ্ধিমান

উত্তর: ঘ. বুদ্ধিমান


113. প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনা দেন কে?
ক. Wingogvad
খ. John Mccarthy
গ. A. M Tuning
ঘ. ক ও খ উভয়ই

উত্তর: খ. John Mccarthy


114. মানুষ বা অন্য কোন প্রানীর চিন্তা করার ক্ষমতা কে কী বলা হয় ?
ক. Hevristic
খ. Trial
গ. Stored
ঘ. Processor

উত্তর: ক. Hevristic


115. নিচের কোনটির রোবটিক্স গ্রুপভুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা?
ক. Dexterity
খ. Speech Rccognition
গ. Fzzy
ঘ. Intelligent Agent

উত্তর: ক. Dexterity


116. রোবট শব্দের অর্থ কি?
ক. যন্ত্রমানব
খ. মানব
গ. যন্ত্র
ঘ. ডিভাইস

উত্তর: ক. যন্ত্রমানব


117. Cryosurgery কোন দেশি শব্দ?-
ক. ইংরেজী
খ. গ্রিক শব্দ
গ. ল্যাটিন শব্দ
ঘ. ফরাসি শব্দ

উত্তর: খ. গ্রিক শব্দ


118. Cryo শব্দটির অর্থ দাড়ায়-
ক. ঠান্ডা
খ. গরম
গ. খুবই ঠান্ডা
ঘ. ফরাসি শব্দ

উত্তর: গ. খুবই ঠান্ডা


119. কোন রোগের চিকিৎসায় সাধারনত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় -
ক. চর্ম রোগ
খ. গ্যাস্টিক
গ. জন্ডিস
ঘ. মাথা ব্যাথা

উত্তর: ক. চর্ম রোগ


120. ক্রায়াসার্জারী সাধারনত কত তাপমাত্রায় সেগুলোকে ধ্বংস করে-
ক. -41oC
খ. +60oF
গ. -60oC
ঘ. +41oF

উত্তর: ক. -41oC


121. ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়?
ক. এইডস
খ. সিটি ক্যান ব্রেনের
গ. উচ্চ রক্তচাপ
ঘ. চামড়ার ক্যান্সার

উত্তর: ঘ. চামড়ার ক্যান্সার


122. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়?
ক. শক্ত
খ. নরম
গ. কঠিন
ঘ. তরল

উত্তর: ঘ. তরল


123. ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধবংস করা হয়-
ক. অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতি মাত্রায় গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োগ
ঘ. সাধারন তাপমাত্রায়

উত্তর: ক. অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ


124. ক্রায়োসার্জারি নিচের কোন ধরণের পদার্থ ব্যবহার করা হয়?
ক. তরল
খ. জৈব
গ. গ্যাস
ঘ. অজৈব

উত্তর: ক. তরল


125. কোনটি নাসার মঙ্গলে পাঠানোর রোবট যান?
ক. নাসাওসিটি
খ. কিউরিওনাসা
গ. কিউনাসা
ঘ. কিউরিওসিটি

উত্তর: ঘ. কিউরিওসিটি

126. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়?
ক. টেলিভিশন
খ. আধুনিক ট্রেনে
গ. বিমান
ঘ. সবগুলোতেই

উত্তর: ঘ. সবগুলোতেই


127. ঘরে বসে ব্যবসায়ের জন্য প্রযুক্তি ব্যবহার হয়-
ক. ইন্টারনেট
খ. ফেসবুক
গ. বেতার
ঘ. তথ্য প্রযুক্তি

উত্তর: ক. ইন্টারনেট


128. সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার হয়না-
ক. টুইটার
খ. ফেসবুক
গ. মাইস্পেস
ঘ. জি-মেইল

উত্তর: গ. মাইস্পেস


129. চিনি মিলগুলো আখ চাষীদের জন্য অনলাইনে কী পাঠানোর ব্যবস্থা করেছেন-
ক. কার্ড
খ. ডেবিট কার্ড
গ. নগদ টাকা
ঘ. পুজি

উত্তর: ঘ. পুজি


130. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়?
ক. ক্রায়োসার্জারি
খ. মোবাইল
গ. বায়োমেট্রিক্স
ঘ. তথ্য ব্যবস্থা

উত্তর: খ. মোবাইল


131. প্রতিটি যন্ত্রে বা উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষন করা যায় কোন সফটাও্য়্যার এর মাধ্যমে?
ক. LAN
খ. MAN
গ. ERP
ঘ. PLC

উত্তর: গ. ERP


132. একটি দেশে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় কোন খাতে-
ক. শিক্ষা
খ. চিকিৎসা
গ. প্রতিরক্ষা
ঘ. কৃষি

উত্তর: গ. প্রতিরক্ষা


133. ইন্টারনেট প্রচলিত হওয়ার আগে নিচের কোন প্রকল্পটি চালু ছিল?
ক. APARNET
খ. ARPANET
গ. ARPONET
ঘ. ARPENET

উত্তর: খ. ARPANET


134. নিচের কোনটি ARPANETএর পূর্নরূপ?
ক. Active Research Projects Agency Network
খ. Active Research Projects Area Network
গ. Advanced Research Projects Agency Network
ঘ. Advanced Research Projects Area Network

উত্তর: গ. Advanced Research Projects Agency Network


135. বর্তমানে একটি ভাষায় মানুষের কথাকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে ব্যবহৃত হয়-
ক. দোভাষী
খ. তারাযুক্ত নেটওয়ার্ক
গ. এডহক নেটওয়ার্ক
ঘ. সফটওয়্যার

উত্তর: ঘ. সফটওয়্যার


136. বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে-
ক. জনপ্রিয়
খ. পুরাতন চালু হবে
গ. অপ্রিয়
ঘ. অতি পুরাতন

উত্তর: ক. জনপ্রিয়


137. বায়োমেট্রিক্স যন্ত্রপাতির মধ্যে গুরুত্বপুর্ন -
ক. হার্ডডিক্স ড্রাইভ
খ. অপটিক্যাল ডিভাইস
গ. থাম্ব রিডার ডিভাইস
ঘ. ফ্লপি ডিক্স ড্রাইভ

উত্তর: গ. থাম্ব রিডার ডিভাইস


138. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতি?
ক. বায়োমেট্রিক্স
খ. বায়োইনফরমেট্রিক্স
গ. ইনফরমেট্রিক্স
ঘ. জেনেটিক টেকনোলজি

উত্তর: ক. বায়োমেট্রিক্স


139. আইসিটিক সূচকে কোন দেশটি সবচেয়ে উপরে?
ক. থাইল্যান্ড
খ. সুইডেন
গ. ব্রাজিল
ঘ. ইন্দোনেশিয়া

উত্তর: খ. সুইডেন


140. কোন ব্যক্তিকে সনাক্তকরনের জন্য বায়োমেট্রিাক্স কে সাধারনত কয়টি শ্রেনিতে বিভক্ত করা যায়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

উত্তর: খ. ২টি


141. নিচের কোনটি ইউনিক আইডেনটি?
ক. আগুলের ছাপ
খ. হাতের মাপ
গ. উচ্চতা
ঘ. ওজন

উত্তর: ক. আগুলের ছাপ


142. মাইক্রোপ্রসেসর চিপে সঠিক ভ্রমনকারী শনাক্ত করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের তথ্য কোথায় লিপিবদ্ধ থাকে?
ক. TUPAC
খ. LACO
গ. ICAO
ঘ. IOCA

উত্তর: গ. ICAO


143. বায়োইনফরমেট্রিক্স হলো-
ক. জৈব বিজ্ঞান
খ. তথ্য বিজ্ঞান
গ. জৈব বিজ্ঞান
ঘ. জীব তথ্য বিজ্ঞান

উত্তর: গ. জৈব বিজ্ঞান


144. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ. বায়ো টেকনোলজি
গ. বায়োমেট্রিক্স
ঘ. জেনেটিক

উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং


145. বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মিল কোথায়?
ক. কম্পিউটার ক্রাইম নিয়ে আলোচনা করা হয়
খ. DNA নিয়ে গবেষণা করা হয়।
গ. সামাজিক যোগাযোগে ব্যবহার করা হয়।
ঘ. কম্পিউটার ভাইরাস নিয়ে গবেষণা করা হয়

উত্তর: খ. DNA নিয়ে গবেষণা করা হয়।


146. তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নেই-
ক. সার্জারিতে
খ. ব্যাংকিংয়ে
গ. ভাষা শিক্ষায়
ঘ. খ্যাদ্য গ্রহণে

উত্তর: ঘ. খ্যাদ্য গ্রহণে


147. বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হলো-
ক. জিন অনুসন্ধান করা
খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট
গ. সফটওয়্যার টুলস তৈরী করা
ঘ. জিনোম সমন্বয় করা

উত্তর: খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট


148. কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীবসম্বন্ধীয় উপায় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়-
ক. Biometrics
খ. Genetics
গ. Bioinformatics
ঘ. Microbiology

উত্তর: গ. Bioinformatics


149. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব-
ক. অর্থনীতি
খ. জীবন
গ. জীবদেহ
ঘ. সমাজ

উত্তর: গ. জীবদেহ


150. কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন ব্যবহারকারী জিন বহনকারী খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল কে কী বলে?
ক. বায়োমেট্রিক্স
খ. বায়োইনফরমেট্রিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
ঘ. ন্যানোটেকনোলজি

উত্তর: গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.