তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায়ঃপ্রথম।বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। (পর্বঃ৫)
101. বর্তমানে যত মহাকাশযান তৈরী হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কী দ্বারা -
উত্তর: খ. কম্পিউটার
102. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
103. আর্টিফিশিয়াল রিয়েলিটি শ্বদগুচ্ছ আমাদের সামনে প্রথম তুলে ধরেন কে?
উত্তর: ক. মাইরন ক্রুইজার
104. ব্যবহারকারীকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি-
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
105. কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরী করতে পারে কোনটি?
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
106. ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবচেয়ে বেশী লক্ষনীয় কোন ক্ষেত্রে?
উত্তর: চলচ্চিত্রে
107. একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে উপহার দিয়েছে নতুন এক যুগ তা কি?
উত্তর: ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
108. E -mail এর পূর্ন রূপ কি?
উত্তর: ঘ. Electronic Mail
109. ই মেইল ঠিকানার পরের অংশটিকে কী বলে?
উত্তর: গ. ডোমেইন এলাকা
110. ই মেইল অ্যাড্রেসের অংশ কয়টি?
উত্তর: ক. ২টি
111. GIS এর পূর্ন রূপ কোনটি ?
উত্তর: গ. Geographic information system
112. নিচের কোনটির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা ভাবনা হয়?
উত্তর: ঘ. বুদ্ধিমান
113. প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনা দেন কে?
উত্তর: খ. John Mccarthy
114. মানুষ বা অন্য কোন প্রানীর চিন্তা করার ক্ষমতা কে কী বলা হয় ?
উত্তর: ক. Hevristic
115. নিচের কোনটির রোবটিক্স গ্রুপভুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা?
উত্তর: ক. Dexterity
116. রোবট শব্দের অর্থ কি?
উত্তর: ক. যন্ত্রমানব
117. Cryosurgery কোন দেশি শব্দ?-
উত্তর: খ. গ্রিক শব্দ
118. Cryo শব্দটির অর্থ দাড়ায়-
উত্তর: গ. খুবই ঠান্ডা
119. কোন রোগের চিকিৎসায় সাধারনত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় -
উত্তর: ক. চর্ম রোগ
120. ক্রায়াসার্জারী সাধারনত কত তাপমাত্রায় সেগুলোকে ধ্বংস করে-
উত্তর: ক. -41oC
121. ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়?
উত্তর: ঘ. চামড়ার ক্যান্সার
122. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়?
উত্তর: ঘ. তরল
123. ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধবংস করা হয়-
উত্তর: ক. অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ
124. ক্রায়োসার্জারি নিচের কোন ধরণের পদার্থ ব্যবহার করা হয়?
উত্তর: ক. তরল
125. কোনটি নাসার মঙ্গলে পাঠানোর রোবট যান?
উত্তর: ঘ. কিউরিওসিটি
126. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়?
উত্তর: ঘ. সবগুলোতেই
127. ঘরে বসে ব্যবসায়ের জন্য প্রযুক্তি ব্যবহার হয়-
উত্তর: ক. ইন্টারনেট
128. সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার হয়না-
উত্তর: গ. মাইস্পেস
129. চিনি মিলগুলো আখ চাষীদের জন্য অনলাইনে কী পাঠানোর ব্যবস্থা করেছেন-
উত্তর: ঘ. পুজি
130. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়?
উত্তর: খ. মোবাইল
131. প্রতিটি যন্ত্রে বা উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষন করা যায় কোন সফটাও্য়্যার এর মাধ্যমে?
উত্তর: গ. ERP
132. একটি দেশে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় কোন খাতে-
উত্তর: গ. প্রতিরক্ষা
133. ইন্টারনেট প্রচলিত হওয়ার আগে নিচের কোন প্রকল্পটি চালু ছিল?
উত্তর: খ. ARPANET
134. নিচের কোনটি ARPANETএর পূর্নরূপ?
উত্তর: গ. Advanced Research Projects Agency Network
135. বর্তমানে একটি ভাষায় মানুষের কথাকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে ব্যবহৃত হয়-
উত্তর: ঘ. সফটওয়্যার
136. বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে-
উত্তর: ক. জনপ্রিয়
137. বায়োমেট্রিক্স যন্ত্রপাতির মধ্যে গুরুত্বপুর্ন -
উত্তর: গ. থাম্ব রিডার ডিভাইস
138. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতি?
উত্তর: ক. বায়োমেট্রিক্স
139. আইসিটিক সূচকে কোন দেশটি সবচেয়ে উপরে?
উত্তর: খ. সুইডেন
140. কোন ব্যক্তিকে সনাক্তকরনের জন্য বায়োমেট্রিাক্স কে সাধারনত কয়টি শ্রেনিতে বিভক্ত করা যায়?
উত্তর: খ. ২টি
141. নিচের কোনটি ইউনিক আইডেনটি?
উত্তর: ক. আগুলের ছাপ
142. মাইক্রোপ্রসেসর চিপে সঠিক ভ্রমনকারী শনাক্ত করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের তথ্য কোথায় লিপিবদ্ধ থাকে?
উত্তর: গ. ICAO
143. বায়োইনফরমেট্রিক্স হলো-
উত্তর: গ. জৈব বিজ্ঞান
144. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
145. বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মিল কোথায়?
উত্তর: খ. DNA নিয়ে গবেষণা করা হয়।
146. তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নেই-
উত্তর: ঘ. খ্যাদ্য গ্রহণে
147. বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হলো-
উত্তর: খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট
148. কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীবসম্বন্ধীয় উপায় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়-
উত্তর: গ. Bioinformatics
149. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব-
উত্তর: গ. জীবদেহ
150. কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন ব্যবহারকারী জিন বহনকারী খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল কে কী বলে?
উত্তর: গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
No comments