Header Ads

লোডশেডিং এ ভোগছেন? তাহলে খুভ সহজে বানিয়ে নিন বিদ্যুৎবিহিন চার্জার।[with Proof]

সবাই কেমন আছেন? আশা করি ভালো
আছেন কারন টেকটিউনের
সাথে থাকলে ভালো থাকারই কথা।
আমার আজকের টিপ্স যে বিদ্যুৎবিহিনন চার্জার তৈরি করবেন।
তো এটা কোন কঠিন কাজ না,সহজ আছে-টিপ্সটি মনযোগগ সহকারে পড়লে বোঝবেন।
তার আগে একনজরে দেখে নিন বিদ্যুৎবিহিন চার্জার তৈরি করতে যা যা লাগবে
এটা তৈরি করতে অবশ্যই ডিসি মটর লাগবে,কারন বিদ্যুৎ গ্রহন করে যদি বাতাস প্রবাহিত করতে পারে তাহলে আবার বাতাস (মটর গুড়িয়ে) গ্রহন করে কেন মটর বিদ্যুৎ উদপাদন করতে পারবে না,হে মটর থেকে আমরা বিদ্যুৎ পাবো
এটা তৈরি করতে আপনাদের আমি বেসিক ম্যাপ একে দিলাম,কারন আমার ক্যামেরার কিছু সমস্যার কারনে ফটো দিতে পারছি না-এটার বেসিক দেখলে আমি ১০০% নিশ্চিত আপনারা তৈরি করতে পারবেন।

সংযোগঃ১

আপনি প্রথমে ডিসি মটরের পজেটিভ তার মানে (+) চিহ্ন টি রেগুলেটর Ic 7805 এর v1 (১নং কাঠি) এর সঙ্গে সংযোগ করবেন। তাতাল দিয়ে লাগালে ভালো হবে।নিচের বেসিক দেখুন
সংযোগঃ2
তার পর রেগুলেটর এর V0 (৩নং কাঠি) থেকে USBক্যাবল এর সঙ্গে সংযুক্ত করুন।নিচের চিত্রে দেখুন

সংযোগঃ৩
এর পর মটরের নেগেটিভ (-) চিহ্ন থেকে একটি তার রেগুলেটর এর মাঝের (২নং কাঠি) সঙ্গে সংযুক্ত করে সোজা ক্যাবলে নিয়ে লাগান।নিচের চিত্রে দেখুন
↓ 
তাতেও যদি না বোঝেন তাহলে আমি হাতে লেখেছি দেখুন,অবশ্যই বোঝবেন।
↓ 
তারপর ডিসিমটরের সামনে হেন্ডোলের মতন করে গুরালেই ফোনে চার্জ উঠবে।আপনারা যেভাবে পারেন ঘুরানোর সিস্টেম বানাতে পারেন।নিচের চিত্রটি দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে মটর ঘোরাতে পারবেন। নিচে দেখুন

তারপর গ্লুগান থেকে গ্লু বের করে মটরের উপরে লাগিয়ে এর উপর USB,REGULATER এর সার্কিট এর উপর বসিয়ে লাগিয়ে দিন।গ্লু না থাকলে সুপার গ্লু অথবা টেপ দিয়ে লাগিয়ে নিবেন।
↓ 
তারপর আপনার চার্জার প্লাগটি এই USB ক্যাবলে লাগিয়ে মোবাইটি চার্জে লাগান-তারপর মটরটি ঘোরান,দেখবেন ফোনে চার্জ উঠছে।এখন বিদ্যুৎ ছাড়া আনলিমিটেড চার্জ দিন।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.