Header Ads

পি.টি.সি (অ্যাড দেখে আয়)

পি.টি.সি (অ্যাড দেখে আয়) অনলাইনে আয় করতে গেলে প্রথমেই আপনি যে কথাটা শুনবেন সেটা হচ্ছে পিটিসি (PTC). পিটিসি মানে হচ্ছে পেইড টু ক্লিক। কোন একটি সাইটে একাউন্ট করে বিভিন্ন লিংকে ক্লিক করে ডলার আয় করতে হয়।

সাধারন দুই ধরনের পিটিসি সাইট পাওয়া যায় অনলাইনে। ১. জেনুইন পিটিসি সাইট ২. ফেইক বা ভুয়া পিটিসি সাইট।

জেনুইন সাইটগুলো ঠিক মতো পেমেন্ট করবে। কিন্তু কত? সাধারনত প্রতি ক্লিকে ০.০০১ সেন্ট। বাংলাদেশি টাকার হিসেবে মাত্র ৮ পয়সা। ১০০০ ক্লিক করলে আপনি এক ডলার বা ৮০ টাকা আয় করবেন। আমার দৃষ্টিকোন থেকে এর চেয়ে ভিক্ষা করা ভাল, কারন একজন ভিক্ষুক প্রতি বারে কমপক্ষে দুই টাকা আয় করেন আর পিটিসি সাইট থেকে ২ টাকা আয় করতে হলে কমপক্ষে ২৫ টি ক্লিক করতে হবে এবং প্রতি ক্লিক এ আপনাকে ১০ থেকে ২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।

এর চেয়ে বেশি পেমেন্ট যারা দেয় তারা সাধারন ফেইক বা ভুয়া সাইট।

পিটিসি সাইট থেকে আয়ের দু্টি উপায় খোলা আছে।

১. রেফারেলের মাধ্যমে

২. ইনভেস্ট করে

শুধু রেফারেলের মাধ্যমে যদি আপনি আয় করতে চান সেটাও আহামরি কোন আয় নয়। যে পরিমান শ্রম দিয়ে যে টাকা আয় করবেন তা দিয়ে হয়তো মাসে কয়েকবার চা নাস্তা খেতে পারবেন।

তাহলে পিটিসি থেকে ভাল আয়ের সর্বশেষ উপায় হচ্ছে ইনভেস্ট করা। রেফারেল কেনা। বেশ ভাল এমাউন্ট ইনভেস্ট করে অনেক অনেক রেফার কিনে হয়তো আপনি ভাল এমাউন্ট আয় করতে পারতেও পারেন। তবে এভাবে সফল হয়েছেন এমন ব্যক্তি অন্তত আমার নজরে পরে নাই।

আপনি যদি সত্যিকারের ফ্রীল্যান্সার হতে চান। আমার মনে হয় আপনার মন থেকে পিটিসি ঝেড়ে ফেলাই ভাল।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.