ট্রানসফরম
ট্রানসফরম
ফটোশপে কাজ করার সময় আপনার প্রয়োজন হয় ইমেজ অথবা ইমেজের কোন লেয়ারকে এক যায়গা থেকে আরেক যায়গায় সরানো, বড় কিংবা ছোট করা, ঘুরানো ইত্যাদি। এই টিউটোরিয়ালে কাজগুলি কিভাবে করবেন জানানো হচ্ছে।
এখানে একটি লেয়ারে ইমেজ, আরেক লেয়ারে লোগো এবং দুটি লেয়ারে টেক্সট ব্যবহার করা হয়েছে। লেয়ার সরানো লেয়ারকে সরানো জন্য টুলবক্সে Move Tool নামে একটি টুল রয়েছে (একেবারে শুরুতে)। এছাড়া অন্য টুল সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডে Ctrl কি চেপে যে কোনসময় টুল ব্যবহার করা যায়। . লোগো লেয়ারটি বর্তমান যায়গা থেকে সরিয়ে পছন্দমত যায়গায় রাখার জন্য, লেয়ার প্যানেলে লেয়ারটি সিলেক্ট করুন। . টুলবক্সে সিলেক্ট করুন এবং ড্রাগ করে লোগোকে সরান। অথবা . যে কোন টুল সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডে Ctrl চেপে লোগোটি সরান।
লেয়ার বড়-ছোট করা . লেয়ারকে সঠিক মাপে আনার জন্য বড় কিংবা ছোট করা প্রয়োজন হতে পারে। এজন্য মেনু থেকে Edit – Transform – Scale কমান্ড দিন। . লেয়ারের চারিদিকে হ্যান্ডলার পাওয়া যাবে। হ্যান্ডলার ব্যবহার করে বড় কিংবা ছোট করুন। . দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত ঠিক রেখে বড় কিংবা ছোট করার জন্য কিবোর্ডে Shift চেপে ধরুন। লেয়ার ঘুরানো . লেয়ারকে নির্দিস্ট কোনে ঘুরানোর জন্য Edit – Transform – Rotate কমান্ড দিন। . হ্যান্ডলার ব্যবহার করে ঘুরান। . কিবোর্ডে Shift চেপে ঠিক ১৫ ডিগ্রী কৌনিক মানে ঘুরানো যাবে। . ১৮০ ডিগ্রী ঘুরানোর জন্য মেনু থেকে Edit – Transform – Rotate 180 কমান্ড দিন। . ঘড়ির কাটার দিকে ৯০ ডিগ্রী ঘুরানোর জন্য Edit – Transform – Rotate 90 CW কমান্ড দিন। . ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরানোর জন্য Edit – Transform – Rotate 90 CCW কমান্ড দিন। লেয়ার বাকানো কখনো কখনো লেয়ারকে একদিকে ঠিক রেখে আরেকদিকে বাকানো প্রয়োজন হতে পারে। . মেনু থেকে কমান্ড Edit – Transform – Skew দিন। . যেদিকে বাকা করতে চান সেদিকের হ্যান্ডলার ব্যবহার করুন। লেয়ার উল্টানো কখনো কখনো লেয়ারকে পাশাপাশি বা উপর-নিচে উল্টানো প্রয়োজন হয়। . লেয়ারকে পাশাপাশি উল্টানোর জন্য Edit – Transform – Flip Horizontal কমান্ড দিন। . লেয়ারকে উপর-নিচে উল্টানোর জন্য Edit – Transform – Flip Vertical কমান্ড দিন। উদাহরনের ছবিতে FLIP VERTICAL লেয়ারটি ডুপ্লিকেট করে উল্টানো হয়েছে, সরানো হয়েছে এবং রং পরিবর্তন করা হয়েছে। একই পরিবর্তন আবারো করা . এই মেনু থেকে যে পরিবর্তণ করা হয়েছে ঠিক সেই পরিবর্তন সেই পরিমান করার জন্য মেনু থেকে Edit – Tansform – Again কমান্ড দিন। . এক লেয়ারে পরিবর্তন করার পর সেই একই পরিবর্তন অন্য লেয়ারে ব্যবহারের জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। পারসপেকটিভ ঠিক রেখে বাকানো . কোন বস্তু কাছে বড় দেখা যায়, দুরের দিকে ছোট দেখা যায়। এধরনের পারস্পেকটিভ ইফেক্ট দেয়ার জন্য মেনু থেকে Edit – Transform – Perspective কমান্ড দিন। . হ্যান্ডলার ব্যবহার করে পরিবর্তন করে দেখুন। ওয়ার্প বিটম্যাপ ইমেজকে যে কোন যায়গায় ক্লিক করে যে কোনদিকে সরিয়ে পরিবর্তন করা যায়। পাশের যায়গাগুলি তারসাথে মানিয়ে পরিবর্তন করে নেবে। . মেনু থেকে Edit – Transform – Warp কমান্ড দিন। একটি গ্রীড পাওয়া যাবে। . গ্রীডের বিভিন্ন স্থানে ড্রাগ করে পরিবর্তন লক্ষ্য করুন। ফ্রি ট্রান্সফরম . লেয়ারের চারিদিকের হ্যান্ডলার ব্যবহার করে বড়-ছোট কিংবা ঘুরানোর কাজ করার জন্য Edit – Free Transform কমান্ড দিন। . লক্ষ্য করুন, পয়েন্টারকে হ্যান্ডলারের ওপর আনলে বড়-ছোট করা যাবে। . পয়েন্টারকে হ্যান্ডলারের বাইরে রাখলে ঘুরানোর কাজ করা যাবে।
No comments