ওয়াটারমার্ক ব্যবহার
আপনি যখন কোন ছবি ইন্টারনেটে রাখেন তখন আপনি নিশ্চিত বহু মানুষ সেটা ডাউনলোড করবে এবং ব্যবহার করবে। ছবির ওপর রাইট-ক্লিক করে সেভ করার আগে মানুষ এর পেছনের ব্যক্তির কথা খুব একটা ভাবে না। আপনি আশা করতে পারেন তিনি কোথাও ব্যবহারের সময় সুত্র উল্লেখ করবেন, কিন্তু তিনি নিজেই জানেন না এত পরিমান ছবির কোনটি কোথা থেকে এসেছে।
কাজেই আপনার যা করার থাকে তা হচ্ছে ছবির ওপর নিজের পরিচয় দিয়ে দেয়া। ওয়াটারমার্ক বা জলছাপ অন্তত আপনার পরিচয় কিছুটা হলেও বহন করবে। সেটা গতে পারে আপনার নাম, ওয়েবপেজের ঠিকানা কিংবা লোগো। ফটোশপ ব্যবহার করে খুব সহজেই ওয়াটারমার্ক তৈরী করা যায়। আপনার মনে হতে পারে প্রতিটি ছবির জন্য এই দীর্ঘ্য কাজগুলি করতে হতে পারে, কিন্তু বাস্তবে একবার করার পর তাকেই বারবার ব্যবহার করে যাবে একশন ব্যবহার করে। এজন্য একশন রেকর্ড এবং ব্যবহারের টিউটোরিয়াল দেখুন। . যে ছবিতে ওয়াটার মার্ক ব্যবহার করতে চান সেটি ওপেন করুন। . টেক্সট এর জন্য পছন্দসই রং সিলেক্ট করুন। . সুবিধেজনক ফন্টে ওয়াটারমার্ক হিসেবে যে টেক্সট ব্যবহার করতে চান সেটি টাইপ করুন। সাইজ ঠিক করে নিন এবং সুবিধেজনক যায়গায় রাখুন। . টেক্সটকে থ্রিডি ইফেক্ট দেয়ার জন্য মেনু থেকে Layer – Layer Style – Bevel and Emboss কমান্ড দিন . লেয়ার প্যানেল থেকে ব্লেন্ডি এর Normal পরিবর্তে Hard Light ব্যবহার করুন।
ছবির ফাইলে কপিরাইটের তথ্য দেয়ার জন্য মেনু থেকে File – File Info কমান্ড দিন . যাকিছু টেক্সট ব্যবহার করতে চান টাইপ করে দিন। . Flatten Image কমান্ড দিয়ে লেয়ারগুলি একসাথে করুন। আপনার কপিরাইট করা ইমেজ তৈরী। আপনি ওয়াটামার্ক হিসেবে লেখাকে এক কোনে ব্যবহার করবেন, নাকি পুরো ইমেজের ওপর বড় করে ব্যবহারবেন নাকি লোগো ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছে। তবে যাই ব্যবহার করুন না কেন, মুল ইমেজের সৌন্দর্য্য রক্ষা করে করাই ভাল।
No comments