Header Ads

ইবুক থেকে আয়


ব্লগ থেকে আয়বই লিখে আয়ঃ
ইবুক থেকে আয় করা একটি খুবই জনপ্রিয় পদ্ধতি । আপনি যদি ভালো লেখক হন তবে সহজেই ইবুক লিখে আয় করতে পারেন । ইবুক থেকে আয় একটি চলমান প্রক্রিয়া । আপনার বইটি যত বিক্রয় হবে আপনি তত বেশি মুনাফা পাবেন । যদি আপনি এই পদ্ধতিতে সফল হতে পারেন তবে একটি বই আপনাকে আজীবন মুনাফা দিয়ে যাবে ।

নতুন ব্লগ ব্যাবহারকারিদের জন্য গুগল এডসেন্স এপ্রুভ করা খুবই কঠিন তাই বলে কি অল্প ভিজিটর নিয়ে নতুন ব্লগারদের অর্থ উপার্জন থেমে থাকবে ? 

না । নতুন ব্লগারদের জন্য গুগল এডসেন্স এর মত বিকল্প একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম “ক্লিকসর” । ক্লিকসর একটি প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত বিজ্ঞাপনসমুহ প্রকাশকদের অর্থাৎ ব্লগারদের দিয়ে থাকে ব্লগাররা এই বিজ্ঞাপন তাদের ব্লগের মাধ্যমে প্রচার করতে থাকে এবং তা থেকে আয় করে থাকে এটি ঠিক গুগল এডসেন্স এর মতই কাজ করে থাকে। ক্লিকসর নতুনদের জন্য একটি খুব ভাল মাধ্যম যা ব্যাবহার করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারেন। নতুন ব্লগাররা ক্লিকসরে একাউন্ট করুন।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.