'শাকিব খান ঝামেলা' থেকে মুক্তি চান হবিগঞ্জের আক্তার
শাকিব খান মনে করে এক যুবকের মোবাইলে অনবরত ফোন আসছে। যতবারই বলছেন না আমি শাকিব খান নই, ততবারই শুনতে হচ্ছে 'প্লিজ ভাই একমিনিট কথা বলবো। ' রাতে ঘুমাতে গেছি, ফোন আসছে, 'শাকিব ভাই আমি আপনার ভক্ত, একমিনিট কথা বলতে চাই' থাকি যখন তখনও ফোন আসে। বাধ্য হয়ে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে। অথচ প্রয়োজনীয় ফোন বন্ধ রাখলেও বিপদ। 'শাকিব খান' ঝামেলা থেকে মুক্তি চান হবিগঞ্জের আকতার মুন্না। এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহায়তাও চেয়েছেন তিনি।
ঘটনাটা আসলে কী?
গত রোজার ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি মুক্তি। এই ছবিতে শাকিব খান ও বিশ্বাস অভিনয় করেছেন। সমস্যা সেখানেও না। সমস্যা হলো শাকিব খান সিনেমার সংলাপে একজনকে একটি ফোন দিয়ে নম্বর দিয়ে বলেন এটা আমার নম্বর। ফোন দিও। সচরাচর চিত্রনাট্য যিনি লিখেন, তিনি হয় পূর্ণ নম্বর লিখেন না, নাহলে বানিয়ে একটা নম্বর লিখে ফেলেন। শাকিব খান যে নম্বরটা দেন ছবিতে সেটাও বানানো, কিন্তু কাকতালীয়ভাবে হবিগঞ্জের আক্তারের ফোন নম্বরের সাথে মিলে যায়। যার ফলে শাকিব খান মনে করে তার নিকট একের পর ফোন আসতে থেকে। এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
আক্তার যা বলছেন
আকতার সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘বাংলা মুভি: রাজনীতি, পরিচালক: বুলবুল বিশ্বাস, প্রযোজক: আশফাক আহমেদ, অভিনেতা: শাকিব খান। এদের ৩ জনের পূর্ণ নাম ঠিকানা কেউ আমাকে সংগ্রহ করে দিতে পারবেন এই তিন জনের বিরুদ্ধে আমি আইনের সহায়তা নিতে চাচ্ছি।
এ বিষয়ে মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনেমা যে নম্বরটা দেয়া হয়েছে সেটা আমার নম্বর না। সেটা কেন ব্যবহার করা হলো? এখন আমি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি এর দায় কে নেবে? এখন চব্বিশ ঘণ্টা আমার মোবাইলে কল আসে। সুস্থভাবে কোনো কাজ আমি করতে পারছি না। এ সময় তিনি রাজনীতি সিনেমার পরিচালকের নামে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, রাজনীতি সিনেমায় ‘ও আকাশ বলে দে আমায়...’ গানটির পরপরই আকতার মুন্নার ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে নায়ক শাকিব খান বলেন, এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ো। '
ঘটনাটা আসলে কী?
গত রোজার ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি মুক্তি। এই ছবিতে শাকিব খান ও বিশ্বাস অভিনয় করেছেন। সমস্যা সেখানেও না। সমস্যা হলো শাকিব খান সিনেমার সংলাপে একজনকে একটি ফোন দিয়ে নম্বর দিয়ে বলেন এটা আমার নম্বর। ফোন দিও। সচরাচর চিত্রনাট্য যিনি লিখেন, তিনি হয় পূর্ণ নম্বর লিখেন না, নাহলে বানিয়ে একটা নম্বর লিখে ফেলেন। শাকিব খান যে নম্বরটা দেন ছবিতে সেটাও বানানো, কিন্তু কাকতালীয়ভাবে হবিগঞ্জের আক্তারের ফোন নম্বরের সাথে মিলে যায়। যার ফলে শাকিব খান মনে করে তার নিকট একের পর ফোন আসতে থেকে। এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
আক্তার যা বলছেন
আকতার সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘বাংলা মুভি: রাজনীতি, পরিচালক: বুলবুল বিশ্বাস, প্রযোজক: আশফাক আহমেদ, অভিনেতা: শাকিব খান। এদের ৩ জনের পূর্ণ নাম ঠিকানা কেউ আমাকে সংগ্রহ করে দিতে পারবেন এই তিন জনের বিরুদ্ধে আমি আইনের সহায়তা নিতে চাচ্ছি।
এ বিষয়ে মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনেমা যে নম্বরটা দেয়া হয়েছে সেটা আমার নম্বর না। সেটা কেন ব্যবহার করা হলো? এখন আমি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি এর দায় কে নেবে? এখন চব্বিশ ঘণ্টা আমার মোবাইলে কল আসে। সুস্থভাবে কোনো কাজ আমি করতে পারছি না। এ সময় তিনি রাজনীতি সিনেমার পরিচালকের নামে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, রাজনীতি সিনেমায় ‘ও আকাশ বলে দে আমায়...’ গানটির পরপরই আকতার মুন্নার ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে নায়ক শাকিব খান বলেন, এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ো। '
No comments