বিদ্যুৎ ছাড়াই মোবাইল এ চার্জ দিন....
পথ চলতে চলতে মোবাইলে কথা বন্ধ হয়ে গেছে। কারণ, চার্জ শেষ। বাড়ি থেকে বেরোনোর আগে শখের এবং কাজের মোবাইলে চার্জ দেওয়ার কথা প্রায় সবাই ভুলে যান। তার উপর আবার সঙ্গে করে চার্জার আনতেও ভুলে যান অনেকে। এই অবস্থায় হয় মোবাইল বন্ধ করে রাখতে হয়, নয়ত বন্ধু-সহকর্মীদের কাছে মোবাইল চার্জার চেয়ে বিপদ মুক্ত হতে হয়। সারাদিন ফোন আসুক না আসুক, মোবাইলে চার্জ না থাকলে যেন মনে হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবার আর কোনও চিন্তা নেই। মোবাইলে চার্জ না থাকুক, ইলেকট্রিক থাকুক আর না থাকুক, কোনও পরোয়া নেই। কারণ, অভিনব পদ্ধতিতে এবার মোবাইল চার্জ হবে আপনার শরীরের তাপে। আঙ্গুলের ছোঁয়া চার্জ হবে আপনার মোবাইল ফোন। কীভাবে এটা সম্ভব। জেনে নিন খুব সহজে। শরীরের তাপ থেকে মোবাইল চার্জ দিতে যা যা প্রয়োজনইউএসবি চার্জিং ক্যাবল, দু’টো সিলভার কয়েন, এক টুকরো কাগজ ও পেপার ক্লিপ।যেভাবে চার্জ দিতে হবেইউএসবি ক্যাবলটি মোবাইলে লাগাতে হবে। ইউএসবি ক্যাবলের অন্য প্রান্তে একটি পেপার ক্লিপ ঢুকিয়ে দিতে হবে। ক্লিপ এবং ক্যাবল কানেক্টরের মাঝে কাগজের টুকরোটি রাখতে হবে। এবার ক্লিপের উপর একটি সিলভার কয়েন রাখতে হবে। সবশেষে ক্যাবল কানেক্টরের নিচে অন্য কয়েনটি রাখতে হবে। এবার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরলেই মোবাইলে চার্জ নেওয়া শুরু হবে। বিনা বিদ্যুতেই এবার আপনার মোবাইল চার্জ হবে। পথেঘাটে-মাঠে যখন খুশি মোবাইলে এবার চার্জ দিতে পারবেন।
No comments