Header Ads

কিভাবে কম্পিউটারের মনিটর কে অ্যানড্রোয়েড ফোনের মনিটর হিসেবে ব্যাবহার করা যায়

বর্তমানে কম্পিউটার মনিটর কে স্মার্টফোন এর মনিটর হিসেবে ব্যাবহার করা খুবই সহজ। এর জন্য আপনাকে যা যা করতে হবে………….. প্রথমত আপনি নিশ্চিত হয়ে নিন যে আপনার স্মার্টফোন টি 3G বা EDGE নেটওয়ার্ক এর পরিবর্তে 2.4 GHz wifi নেটওয়ার্ক এর সাথে যুক্ত রয়েছে কিনা। নিশ্চিত হয়ে নিন যাতে আপনার wifi নেটওয়ার্কের নাম SSID হয় এবং পাসওয়ার্ড যেন সংখ্যা ০-৯ এবং অ্যালফাবেট A-Z পর্যন্ত হয়। পাসওয়ার্ডের সংখ্যায় যেন * / % # এই জাতীয় কোন চিন্হ না বসে সে দিকে খেয়াল রাখতে হবে। তারপর আপনার স্মার্টফোন এর wifi নেটওয়ার্ক টি সেট করে নিন। মুটামুটি এমন একটা যায়গায় মনিটর সেট করুন যেখানে আপনি নিশ্চিত হতে পারেন যে এইখানে সবসময় নেটওয়ার্ক ভাল থাকে এবং যেখানে খুব সহজেই wifi নেটওয়ার্ক পেতে পারেন। নেটওয়ার্কে সমস্যা হলে কাজটা অনেক জামেলা হবে। তাই ভাল নেটওয়ার্কের প্রয়োজন। মনে রাখবেন আপনার কম্পিউটারের মনিটরের সাথে স্মার্টফোন এর স্ক্রিন কানেকশন করতে 800 kb/sec স্পীড সম্পন্ন নেটওয়ার্কের প্রয়োজন। তাই আপনাকে স্পীড এর বিষয়ে অগ্রসর থাকতে হবে। উপরের সিস্টেম গুলো সঠিকভাবে ফলো করতে পারলেই আপনার কম্পিউটারের মনিটরে আপনার স্মার্টফোন এর সমস্থ সিস্টেম দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন অসাধারন প্রযুক্তি।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.