Header Ads

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পূর্ন বাংলায়-পর্ব(৭)

 
ইউজার মেনুঃ

আপনার সাইটের ফ্রন্ট ইন্ডে যদি ইউজার লগিন/রেজিস্ট্রেশন রাখেন তাহলে যত ইউজার রেজিস্ট্রেশন করবে তাদের তালিকা "Users" মেনু বা এর সাবমেনু "All Users" থেকে দেখতে পারেন। নিচের ছবিতে দেখুন মাত্র একজন ইউজার দেখাচ্ছে এটা হল এডমিনের একাউন্ট (ইনস্টল দেয়ার সময় যে ইউজার নাম/ইমেইল ইত্যাদি দিয়েছিলাম সেই একাউন্ট টি)। যাই হোক এই প্যানেল থেকে যেকোন ইউজার সম্পাদনা, মুছে দেয়া, ইউজার ভুমিকা পরিবর্তন ইত্যাদি করতে পারবেন।
যেকোন ইউজারের উপর মাউস নিয়ে গেলেই "Edit" লিংক দেখাবে এবং এই লিংকে ক্লিক করলে এই ইউজারের যেকোন তথ্য সম্পাদনা করতে পারবেন। তবে যেকোন ইউজার এটা পারবেনা, এডমিন পারবে। আপনি যেকোন ইউজারকে সিলেক্ট করে সেই ইউজারকে "এডমিন" বানিয়ে দিতে পারেন। এছাড়া "লেখক", "সম্পাদক" ইত্যাদি বেশ কয়েকটি ভুমিকা আছে। একেক ইউজারকে একেক ভুমিকা দিতে পারেন। ফলে সেই ইউজার তার আয়ত্তে থাকা অপারেশনগুলি ব্লগে করতে পারবে। বাই ডিফল্ট যেকোন ইউজার ফ্রন্ট ইন্ড থেকে রেজিস্ট্রেশন করলে "Subscriber" ভুমিকা পেয়ে যায়।
নতুন ইউজার তৈরী : "Users" মেনুর সাবমেনু "Add New" তে গিয়ে নতুন ইউজার তৈরী করা যায়। তৈরীর সময় এই ইউজারের ভুমিকা (Role) কি হবে তা "Role" ড্রপডাউন থেকে ঠিক করে দিতে পারেন। কোন কিছু সিলেক্ট না করলে বাই ডিফল্ট এখানেও "Subscriber" ইউজার তৈরী হবে।
কোন ইউজার কি কি করতে পারবে তা দেখতে প্রত্যেকটি role দিয়ে একটি করে ইউজার বানিয়ে সেই ইুজার হিসেবে লগিন করে দেখুন সব পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র "Administrator" হিসেবে কোন ইউজার তৈরী করলে সেই ইউজার সব করতে পারবে। আমাদের সবগুলি টিউটোরিয়ালে এই এডমিন ইউজার কি কি করতে পারবে সেগুলি দেখানো হয়েছে।
এরপর "Your Profile" সাবমেনু থেকে আপনি আপনার প্রোফাইলের যেকোন তথ্য এমনকি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। যে ইউজার role ই হোক না কেন এই প্রোফাইল ম্যানেজের মেনুটিতে সকলের একসেস আছে।
** "Your Profile" লিংকে গেলে "Show Toolbar when viewing site" একটি চেকবক্স আছে এটা উঠিয়ে দিতে পারেন তাহলে এরপর থেকে সাইটের ফ্রন্টইন্ডে (http://localhost/tutorial) গেলে বিরক্তিকর টুলবারটি দেখাবেনা (যখন লগিন করা থাকবেন)
এছাড়া "Your Profile" থেকে এডমিন ব্যাকইন্ডের রং, প্রোফাইলের যেকোন তথ্য ইত্যাদি ইচ্ছেমত পরিবর্তন করতে পারবেন। লিংকে গিয়ে একটু দেখে নিন। এতই সহজ যে এগুলির বিষয়ে লেখা অযথা মনে হচ্ছে।

টুলস মেনুঃ


ওয়ার্ডপ্রেসে (http://localhost/tutorial/wp-admin/tools.php) "Tools" মেনু থেকে ৩টি কাজ করা যায়।
১. উপরের লিংক বা "Available tools" সাবমেনু থেকে "Press this" নামে একটি বাটন পাোয়া যায়। এটা হল বুকমার্কলেট। এটা টেনে (ড্রাগ করে) ব্রাউজারের বুকমার্ক টুলবারে বসিয়ে দিতে পারেন। তাহলে যেকোন ওয়েবসাইট ভিজিট করার সময় যদি সেই সাইটের কোন আর্টিকেল বা যেকোন কিছু ভাল লাগে তখন যদি এই বুকমার্ক বারে থাকা "Press this" বুকমার্কটিকে ক্লিক করেন তবে সেই আর্টিকেলের তথ্য নিয়ে একটি নতুন উইন্ডো খুলবে। এই উইন্ডোটি আসলে একটি পোস্ট তৈরীর উইন্ডো, এবার আর্টিকেলটি নিজের মত করে সম্পাদনা করে নিজের সাইটে পাবলিশ করতে পারেন। যেমন
২. "Available Tools" সাবমেনুর পরেই আছে "Import" লিংক। যদি আপনার আরো অন্য কোন ব্লগ কিংবা এরুপ সাইট থাকে যেখানে অনেক পেজ এবং পোস্ট আছে তাহলে সেগুলি থেকে ডেটা (পোস্ট, পেজ ইত্যাদি) এনে এই্ ব্লগে ঢুকিয়ে দিতে পারেন। যেমন
ধরুন আমার আরেকটি ওয়ার্ডপ্রেসেরে সাইট আছে সেখান থেকে সব পোস্ট, পেজ, ক্যাটাগুরি আমি এই ব্লগে আনতে চাই। তখন "Wordpress" লিংকে ক্লিক করলে (ইন্টারনেট কানেকশন থাকলে) importer নামে একটি প্লাগিন ইনস্টল করার পপআপ আসবে। এখান থেকে প্লাগিনটি ইনস্টল দেয়া হলে এরপর থেকে "Wordpress" লিংকে ক্লিক করলে নিচের মত ইমপোর্ট অপশন আসবে।
এখানে "Choose File" থেকে আপনার XML ফাইলটি সিলেক্ট করে "Upload file and import" বাটনে ক্লিক করলে আপনার সাইটের সব ডেটা এখন এই সাইটে দেখেতে পারবেন। এখন বলতে পারে আরেকটা সাইটের ডেটা কিভাবে xml ফরমেটে পাবো? এজন্য ঐ সাইটে গিয়ে "Export" সাবমেনু ব্যবহার করুন।
৩. সবশেষে আছে "Export" সাবমেনু। এখানে গিয়ে আপনার পুরো সাইটের পোস্ট, পেজ, ক্যাটাগরি ইত্যাদি xml ফরমেটে বের করে নিতে পারবেন। এজন্য "Export" সাবমেনুতে যান এবং All Content চেকব্ক্স সিলেক্ট করে "Download export file" বাটনে ক্লিক করুন।
আপনি ইচ্ছে করলে পুরো সাইটের বদলে শুধু সাইটের পোস্ট কিংবা পেজ (Posts, Page) সিলেক্ট করে এগুলি এক্সপোর্ট করতে পারেন। এই এক্সপোর্টকৃত ফাইল যেকোন ওয়ার্ডপ্রেস সাইটে "Import" সাবমেনু ব্যবহার করে (যেমন উপরে ২ নম্বর পয়েন্টে বর্ননা আছে) ইমপোর্ট করতে পারবেন।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.