Header Ads

‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দু’টি ম্যাচ খেললেও এখনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তাই সিরিজে টিকে থাকার ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে জয়ের আশায় শুক্রবার মাঠে নামবে মাশরাফির দল। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। মালাহিডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ দশমিক ১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে ২টি করে পয়েন্ট পায় দু’দল।
এরপর গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারে বাংলাদেশ। এ ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে টাইগাররা। সৌম্য সরকারের ৬১, মুশফিকুর রহিমের ৫৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৫১ রানের সুবাদে ৯ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ হয় পায় বাংলাদেশ।
জবাবে ১৫ বল ও ৪ উইকেট হাতে রেখে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৫১ রানে হারিয়েছিলো কিউইরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অধিনায়ক টম লাথাম ৫৪ ও জেমস নিশাম ৫২ রান করেন।
তাই আগামীকাল আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতেই মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের পর বাংলাদেশের পরবর্তী লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ২৪ মে টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং, স্টুয়ার্ট টমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.