Header Ads

সম্পুর্ন বাংলায় SEO শিখুন(পর্ব-৯)

ধরুন আপনার www.iconictbd.com.bd নামে একটা সাইট আছে এখন আপনি চাচ্ছেন এটা পরিবর্তন করেwww.iconictbd.com এই নাম রাখতে।এর উত্তম সমাধান হল ৩০১ রিডাইরেক্ট (301 redirect),ফলে কেউwww.iconictbd.com.bd এই ঠিকানা টাইপ করে এন্টার দিলে চলে যাবে www.iconictbd.com এই ঠিকানায় (সাইটে)
*এবার নতুন সাইটের মত গুগলে এই নতুন URL যোগ করে ভেরিফাই করতে হবে।

google webmaster tool | change address

৩০১ রিডাইরেক্ট একটা গুরত্বপূর্ন জিনিস সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে।৩০১ একটা কোড এর অর্থ স্থায়ী রিডাইরেক্ট (Permanent redirect).একটা সাইটের যদি দুটি ডোমেইন নাম থাকে অথবা একটা পেজের যদি দুটি বা আরও বেশি ঠিকানা থাকে তাহলে গুগল এখানে সব ঠিকানাগুলিকে আলাদা আলাদা ধরবে।এরফলে সার্চ রেজাল্টে এর বিরুপ প্রভাব পড়বে কারন ডুপ্লিকেট কনটেন্ট।সবচেয়ে মারাত্নক হচ্ছে সব সাইটের দুটি করে অটোমেটিক ঠিকানা হয়ে যায় যেমনwww.iconictbd.com এবং iconictbd.com যদিও এখানে সাইট একটি কিন্তু গুগল এখানে দুটি সাইট মনে করে তাই এখানে এই রিডাইরেকশন করা জরুরী।হয় আপনি iconictbd.com থেকে রিডাইরেক্ট করেwww.iconictbd.com এ করে দেন নাহয় এর উল্টোটা করেন অর্থ্যাৎ একটা ঠিকানা রাখুন।এটা htaccess ফাইল দিয়ে করা যায়,সিপ্যানেল থেকেও করা যায়।নিচে iconictbd.com টাইপ করলে www.iconictbd.comএ চলে যাবে (৩০১ রিডাইরেক্ট হবে) এই পদ্ধতিটি দেখানো হল-
htaccess ফাইল দিয়ে
Options +FollowSymLinks
RewriteEngine On
RewriteCond %{HTTP_HOST} ^iconictbd\.com$ [NC]
RewriteRule ^(.*)$ http://www.iconictbd.com/$1[L,R=301]

শুধু এই কোডটি পরীক্ষিত নিচেরগুলি পরীক্ষা করে দেখিনি
যদি চান www.iconictbd.com টাইপ করলে iconictbd.com এ যাবে তাহলে
#Options +FollowSymlinks
RewriteEngine On
RewriteCond %{http_host} ^www.iconictbd.com
RewriteRule ^(.*) http://iconictbd.com/$1 [R=301,L]

যদি www.iconictbd.com এটি আপনার ডোমেইন নাম আগে ছিল এখন চাচ্ছেন নতুন ডোমেইনwww.iconictbd.com কিনবেন এবং এখানে রিডাইরেক্ট হয়ে আসবে (পুরোনোটা টাইপ করলে)তাহলে
#Options +FollowSymLinks
RewriteEngine on
RewriteCond %{HTTP_HOST} ^www.satisfyit.com$[OR]
RewriteCond %{HTTP_HOST} ^satisfyit.com$
RewriteRule ^(.*)$ http://www.iconictbd.com/$1 [R=301,L]

সিপ্যানেলে
redirect tutorial

এখানে ক্লিক করে কোন্ পেজ থেকে কোন্ পেজে রিডাইরেক্ট করতে চান তা উল্লেখ করে দিয়ে Add বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।

cpanel redirect

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.