Header Ads

HTML শিখুন খুব সহজে(ফুল টিউটোরিয়াল) পর্বঃ২



HTML ইলিমেন্ট

HTML এ যেকোন শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে ইলিমেন্ট বলা হয়। যেমন <h1> This is an example of element.</h1> । এখানে <h1> হেডার1 শুরু এবং </h1> হেডার1 শেষ ট্যাগের মাঝে This is an example of element. লেখা হয়েছে, তাই <h1> This is an example of element.</h1> একটি ইলিমেন্ট। কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমন <br /> ,<img /> ইত্যাদি।
শরু ট্যাগ
ইলিমেন্ট কনটেন্ট
শেষ ট্যাগ
<h1>
This is an element.
</h1>
<p>
This is paragraph.
</p>
<br />


<img />



সাধারণতঃ যে সকল ট্যাগের শেষ ট্যাগ থাকে না তাদের ইলিমেন্টও থাকে না। এ ধরণের শুরু ট্যাগের মধ্যেই / চিহ্নটি অন্তর্ভূক্ত থাকে, এবং এর আগে একটা স্পেস দিতে হয়।

HTML এট্রিবিউটস্

HTML এ এট্রিবিউটস ইলিমেন্ট এর আনুসাঙ্গিক তথ্য প্রকাশ করে । মূলত HTML এ ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য এট্রিবিউটস ব্যবহার করা হয়। যেমন <font size="5" face="Tahoma" color="red"> This is a paragraph.</font> এখানে size="5" অংশটি হল font ট্যাগের একটি এট্রিবিউট, যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ This is a paragraph. লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া face="Tahoma" প্রকাশ করছে লেখাটির font হবে Tahoma এবং color="red" দ্বারা প্রকাশ করছে লেখাটির রং হবে লাল।


ট্যাগ
এট্রিবিউটস্
<font>
size="5" face="Tahoma" color="red"
<h1>….<h6> <p>
align="center" align="left" align="right" title="Bangladesh"
<body>
bgcolor="green" background="../images/ele.png"
<div>
id="book" class="pen" align="center"
<img> <table>
height="100px" width="50px" border="5px"
<input />
type="text" name="TextField"

উদাহরণ প্রোগ্রাম

<html>
<head>
<title>www.google.com</title>
</head>
<body bgcolor=" green">
<font size="5" face="Tahoma" color="red">
This is a paragraph.
</font>
</body>
</html>

একটি নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন, আপনি preview দেখতে পারবেন।

হেডিং ট্যাগ ও ব্যবহার

HTML এর মাধ্যমে কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। HTML এ মোট ছয় ধরণের হেডিং ট্যাগ রয়েছে এগুলো হল <h1> </h1> , <h2> </h2> , <h3> </h3> , <h4> </h4> , <h5> </h5> এবং <h6> </h6> । যদি বড় সাইজের অক্ষরে শিরোনাম লেখার প্রয়োজন হয় তাহলে <h1> </h1> ট্যাগের মাঝে লেখা হয়। এবং অন্যান্য গুলো ব্যবহার করলে লেখার সাইজ আস্তে আস্তে ছোট হবে।

উদাহরণ প্রোগ্রাম

<html>
<head>
<title>www.google.com</title>
</head>
<body bgcolor=" green">
<h1>This is an example of heading 1</h1>
<h2>This is an example of heading 2</h2>
<h3>This is an example of heading 3</h3>
<h4>This is an example of heading 4</h4>
<h5>This is an example of heading 5</h5>
<h6>This is an example of heading 6</h6>
</body>
</html>

 
একটি নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন, আপনি web browser-এ preview দেখতে পাবেন ।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.