Header Ads

আনলিমিটেড ফ্রি নেট ইউস করুন GP তে 1 mbps.

#আশা করি সকলের ভালো আছেন।তবে মনে হয় সকলেই জিপি ও রবির ফ্রি নেট হন্য হয়ে খুজতেছেন।আপনাদের কথা ভেবে এইটা শেয়ার করলাম।

#আগেই বলে রাখি, এটি একটা নতুন পোষ্ট।
এই ট্রিকসের মাধ্যমে শুধুমাত্র জিপিতে যেকোন সাইট ব্রাউজিং করতে পারবেন।কোন প্রকার apn , vpn, social mb লাগবে না।এটা রবি,এয়ারটেল,বাংলালিল্ক এ ও কাজ করতে পারে।তবে আমি ব্যবহার করিনি।আপনারা try করতে পারেন।তারপর কমেন্ট করে জানান।আসলে যেসব সিম দিয়ে ফ্রি বেসিক চলে,সেইসব সিম দিয়ে এই ট্রিক কাজে লাগাতে পারবেন।

এটার কোন লিমিট নেই।আনলিমিটেড বাবে চালাতে পারবেন।তবে অনেকে প্রথমবার কিছু সময় চলার পর পরের বার আর চলতেছেনা।এজন্য যা করবেন,uc browser unstall দিন। Android +Uc folder মেমোরি থেকে ডিলিট করে দিয়ে আবার uc install করে চালাতে থাকুন।

#যা লাগবে: শুধু মাত্র একটি অফিসিয়াল uc
browser.(Uc mini,Uc handler হবে না।)
Uc browser open করুন,
এবারে,এড্রেস বারে লিখুন,
m.facebook.com.proxy-service.d
অথবা,
m.facebook.com.german-proxy.de/
অথবা
0.Internet.org.german-proxy.de
go তে ক্লিক করুন।
এরকম পেজ আসবে।


এখন দেখবেন একটা পেজ এ আসবে।
একটু নিচে দেখুন, এড্রেস
লেখার জন্য একটা খালি বক্র আছে, যে
টাতে http:// লেখা আছে।
এখানে যে কোন এড্রেছ লিখুন এবং ডান
পাশে go তে চাপ দিন, দেখবেন
এড্রেছে ব্রাউজ হইছে

#সাধারন নিয়ম। তাই screanshot এর প্রয়োজন মনে করলাম না।
এটা দিয়ে ডাইনলোড হবে না।তবে আপনারা চেষ্টা করতে পারেন ডাইনলোড হয় কিনা।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.