Header Ads

মোবাইল চুরি হলে কী করবেন। আপনার প্রিয় ফনটা কে লক করে দিন।

#এই টিপস টি আপনার ফোন টা হয়ত পুনরুদ্ধার করে দিতে পারবেনা কিন্তু যে আপনার ফোন টী নিয়েছে সে ওটাকে #আর ব্যবহার করতে পারবেনা। এবং বিক্রিও করতে পারবেনা। সুতরাং চোরকে একটা উচিত শিক্ষা দিন এইভাবেঃ এক্ষুনি প্রেস করুন *# 06 # এরপর একটা সিরিয়াল কোড নাম্বার দেখাবে সেটিকে কোথাও লিখে রাখুন। ফোনটা চুরি হয়ে গেলে আপনার সার্ভিস প্রোভাইডার কিংবা ফোন কোম্পানির কোণ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে এই নাম্বার টি দিয়ে কাহিনি খুলে বলুন।#ওরা ফোন অকেজো করে দিবে। এরপর চোর মহাশয় যখনি নতুন কোণ সিম ঢুকাবে ব্যাস ফোন চিরতরের জন্য মৃত্যুবরন করবে।বর্তমানে এই সিরিয়াল বা IMEI কোডটা র্যাব অথবা পুলিশকে দিলে; তারা অনেক সময় আপনার ফোনটি খুঁজে এনেও দিতে পারে।

*1


 *2


No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.