তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায়ঃপ্রথম।বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। (পর্বঃ৩)
51. ডেটা কমিউনিকেশনের কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
উত্তর: খ. ২ টি
52. কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?
উত্তর: খ. টেলিফোন
53. নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা?
উত্তর: ক. শিক্ষা
54. নিচের কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব?
উত্তর: খ. প্রযুক্তি
55. অনলাইন পদ্ধতিতে কেনাবেচাকে বলা হয়?
উত্তর: খ. ই -কমার্স
56. বর্তমানে সময়ে কিসের মাধ্যমে টাকা পাঠানো হয় জনপ্রিয় হতে শুরু করেছে?
উত্তর: ক. মোবাইল
57. চাকরির ক্ষেত্রে তথ্য প্রযক্তি প্রভাবে নৈতিকভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে?
উত্তর: ক. বেকারত্ব
58. নিচের কোনটি চাকরির ওয়েব সাইট?
উত্তর: ক. www.bdjobs.com
59. ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
উত্তর: ঘ. আউটসোসিং
60. কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে?
উত্তর: গ. অন-লাইন
61. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ও ঘরে বসে যে কোন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন?
উত্তর:ক. ইন্টারনেট
62. Khanacademy .org নামক ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: খ. সালমান খান
63. শিক্ষার জন্য সহজতর হচ্ছে -
উত্তর: ঘ. ই-বুক
64. নিচের কোন ওয়েব সাইটির মাধ্যমে বিশ্বের যে কোন স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়?
উত্তর: ঘ. www.treatmentonline.com
65. টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারী পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে?
উত্তর: খ. ২টি
66. গবেষনা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া?
উত্তর: ক. বুদ্ধিবৃত্তিক
67. গবেষনাপত্র তৈরী করা সহজতর হচ্ছে কোনটির মাধ্যমে?
উত্তর: ক. সিডি
68. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড কিসের ওপর নির্ভরশীল-
উত্তর: ক. কম্পিউটার
69. অফিস অটোমেশনের ফলে অফিসের-
উত্তর: গ. গতি বৃদ্ধি পায়
70. একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে?
উত্তর: ক. কম্পিউটার
71. বাড়ীর বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কেনটি?
উত্তর: ক. CAD
72. বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?
উত্তর: ক. আউট সোর্সিং
73.IP ADDRESS কী?
উত্তর: ক. ইন্টানেটের ঠিকানা
74. অনলাইনের মাধ্যমে ব্যাবসায়কে কী বলে?
উত্তর: ক. ই-কমার্স
75. ই-কমার্স কোন ক্ষেত্রে প্রভাব ফেলেছে?
উত্তর: ঘ. ব্যাবসায় বানিজ্য
No comments