Header Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায়ঃপ্রথম।বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। (পর্বঃ৪)

76. যোগাযোগ ব্যবস্থার অবণর্নীয় পরিবর্তনের একটি মাইলফলক কেনটি?
ক. বাস
খ. ট্রেন
গ. বিশ্বগ্রাম
ঘ. ফোন

উত্তর: ঘ. ফোন


77. বিশ্বগ্রামে ব্যবসায়-বাণিজ্যের সরকরাহাকৃত মালামাল পর্যবেক্ষণ করার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. ই-কমার্স
খ. ই-মেইল
গ. ই-লর্নিং
ঘ. ই-ট্রাকিং

উত্তর: ক. ই-কমার্স


78. ব্যবসায় বানিজ্যের আধুনিকতম সংস্করণ নিচের কোনটি?
ক. ই-কমার্স
খ. ই-মেইল
গ. ই-লর্নিং
ঘ. ই-ট্রাকিং

উত্তর: ক. ই-কমার্স


79. স্টক একচেঞ্জ নিচের কেন পদ্ধতিতে কেনাবেচা করে?
ক. ই-ট্রাকিং
খ. ই-মেইল
গ. ই-কমার্স
ঘ. ই-লার্নিং

উত্তর: গ. ই-কমার্স


80. E-Payment System-এর সহায়তায় নিচের কোন কাজটি করা হয়?
ক. মূল্য পরিশোধ
খ. মূল্য নির্ধারন
গ. পণ্যের বিপনন
ঘ. ই-বুকিং

উত্তর: ক. মূল্য পরিশোধ


81. বিশ্বের এক প্রান্ত হতে অন্যপ্রান্তে কোন পণ্যের অর্থ পরিশোধে কোন মাধ্যম ব্যবহৃত হয়?
ক. পে-অর্ডার
খ. ক্রেডিট কার্ড
গ. চেক
ঘ. নগদ ক্যাশ

উত্তর: খ. ক্রেডিট কার্ড


82. শিক্ষাক্ষেত্রে নিম্নের কোনটি অধিক কাজ প্রযোজ্য?
ক. ইন্টারনেট
খ. ব্লগ
গ. আউটসোসিং
ঘ. ই- কমার্স

উত্তর: ক. ইন্টারনেট


83. Blog কী
ক. অনলাইন পত্রিকা
খ. দিনলিপি
গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা
ঘ. ইন্টারনেট ব্যবস্থা

উত্তর: গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা


84. যিনি ব্লগে পোষ্ট করেন তাকে কী বলে?
ক. ব্লগার
খ. ব্লগারিজম
গ. ব্লগ
ঘ. ব্লগসুপার

উত্তর: ক. ব্লগার


85. যেখানে বহুসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী তাদের মতামত ও লেখনীয় মাধ্যমে একটি প্লাটফর্ম গড়ে তোলেন সেটি কী?
ক. ব্লগ
খ. ইন্টানেট
গ. পত্রিকা
ঘ. সামাজিক ব্লগ

উত্তর: ঘ. সামাজিক ব্লগ


86. সংবাদ কী ?
ক. তথ্যের সমষ্টি
খ. তথ্য
গ. গবেষনা
ঘ. বৈজ্ঞানিক সূত্র

উত্তর: ক. তথ্যের সমষ্টি


87. ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারের পর্দায় সংবাদপত্র পড়েন বা পিন্ট করেন তাকে কী বলে?
ক. ই -কমার্স
খ. ই -নিউজ
গ. ই-লার্নিং
ঘ. ই-মেইল

উত্তর: খ. ই -নিউজ


88. বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা কোনটি ?
ক. সংবাদ
খ. টিভি
গ. ফেসবুক
ঘ. মোবাইল

উত্তর: গ. ফেসবুক


89. ফেসবুকের স্থাপতি কে?
ক. বিল গেটস
খ. মার্ক এন্ডিসন
গ. মার্ক জুকারবার্গ
ঘ. মাইকেল জুকারবার্গ

উত্তর: গ. মার্ক জুকারবার্গ


90. রোবটের কাজ কী?
ক. প্রোগ্রাম চালনা
খ. প্রোগ্রাম উন্নয়ন
গ. প্রোগ্রাম নিয়ন্ত্রন
ঘ. প্রতিকূল কাজে সাহায্য করা

উত্তর: ঘ. প্রতিকূল কাজে সাহায্য করা


91. নিচের কোনটি বিনোদনের উল্লেখ্যযোগ্য মাধ্যম?
ক. সংবাদ পত্র
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. কম্পিউটার

উত্তর: গ. টেলিভিশন


92. কোন খেলার সরাসরি সম্প্রচার টেলিভিশনের বিকল্প হিসেবে আমারা কী ব্যবহার করতে পারি?
ক. ইন্টারনেট
খ. রেডিও
গ. সংবাদপত্র
ঘ. ম্যাগাজিন

উত্তর: ক. ইন্টারনেট


93. ভার্চুয়াল রিয়েলিটি কীসে নিয়ন্ত্রিত হয়-
ক. ইন্টারনেট
খ. বেতার নিয়ন্ত্রিত
গ. কম্পিউটার নিয়ন্ত্রিত
ঘ. রিয়েলিটি নির্ভর

উত্তর: গ. কম্পিউটার নিয়ন্ত্রিত


94. ভার্চুয়াল রিয়েলিটি কী
ক. মাল্টিমিডিয়া ব্যবহার
খ. কাল্পিনিক মাল্টিমিডিয়া ব্যবহার
গ. কাল্পিনিক ব্যবহার
ঘ. কম্পিউটার ব্যবহার

উত্তর: খ. কাল্পিনিক মাল্টিমিডিয়া ব্যবহার


95. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন?
ক. ত্রি-মাত্রিক ছবি
খ. বিহেভিয়ার
গ. টিভিল ছবি
ঘ. রিয়েলিটি শো

উত্তর: ক. ত্রি-মাত্রিক ছবি


96. ভার্চুয়াল রিয়েলিটি হলো অ্যাপ্লিকেশন তৈরী জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?
ক. কম্পিউটার
খ. বিহেভিয়ার
গ. তথ্য ব্যবস্থা
ঘ. এনভারনেট

উত্তর: খ. বিহেভিয়ার


97. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
ক. নলেজ বেজড সিস্টেম
খ. নলেজ সিস্টেম
গ. কম্পিউটার সিস্টেম
ঘ. ইন্টারনেট সিস্টেম

উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম


98. বায়োইনফরমেট্রিক্স কী?
ক. কম্পিউটার তথ্য গবেষনা
খ. ডাটাবেজ প্রোগ্রামিং
গ. গানিতিক তথ্য বিশ্লেষন
ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিাকরন

উত্তর: ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিাকরন


99. কম্পিউটার অনৈতিক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি হয়?
ক. ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ছড়াতে হয়
খ. প্রযুক্তির উন্নয়নের ধারা ব্যাহত হয়
গ. কোম্পানির মুনাফা কমে যায়
ঘ. জেল-জরিমানার ঝুকি থাকে

উত্তর: গ. কোম্পানির মুনাফা কমে যায়


100. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরী হয়?
ক. একমাত্রিক
খ. দ্বি মাত্রিকা
গ. ত্রি মাত্রিক
ঘ. বহুমাত্রিক

উত্তর: গ. ত্রি মাত্রিক

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.