Header Ads

কিং খানের রইসের নতুন রেকর্ড

বক্স অফিসে এখন রইস দৌড় অব্যাহত। পঞ্চম দিনে শেষে ছবিটি ৯৩.২৪ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে।

সেই সঙ্গে রইস বেশ কয়েকটি রেকর্ডও তৈরি করে ফেলেছে।
একটা নয়। এখন চারটি আলাদা আলাদা রেকর্ড আছে রইসের ভাঁণ্ডারে।

১) ২৬ জানুয়ারির সেরা ওপেনিং। এখনও পর্যন্ত ২৬ জানুয়ারি যতগুলো ছবি রিলিজ করেছে, তারমধ্যে সবচেয়ে বেশি আয় করেছে রইস।

২) জানুয়ারি মাসে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে উইকএন্ডের আয়ের বিচারেও এগিয়ে আছে রইস। সপ্তাহশেষে সবচেয়ে বেশি আয় যে ছবিগুলো করেছে তারমধ্যে রইস এক নম্বরে।

৩) যখন দুই বা ততোধিক ছবি একই দিনে রিলিজ করেছে, তার প্রভাব পড়েছে বক্স অফিসে। ওই ছবি দুটির মধ্যে যেটি সবচেয়ে বেশি আয় করেছে, তারও একটি লিস্ট আছে। সেই লিস্টেও প্রথম নাম রইসের।

৪) এইক্ষেত্রে সবচেয়ে বেশি আয় উইকএন্ডে যে ছবিগুলো করেছে, তার মধ্যেও রইস আছে প্রথমে।

২৫ জানুয়ারি রিলিজ করেছে রইস। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এছাড়া আছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.